বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও লোকসভায় পাস জি রাম জি বিল! 'গরিব বিরোধী' - আক্রমণ কংগ্রেসের

People's Reporter: স্পিকার ওম বিড়লা এই আচরণের কড়া সমালোচনা করে বলেন, “কাগজ ছেঁড়ার জন্য মানুষ আপনাদের এখানে পাঠায়নি। গোটা দেশ আপনাদের দেখছে।”
লোকসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা
লোকসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা ছবি সংসদ টিভি থেকে স্ক্রিনশট
Published on

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন (এমজিএনরেগা) বাতিল করে নয়া 'জি রাম জি' বিল পাস হল লোকসভায়। বিরোধীদের তীব্র বাধার পরেও পাস হয় এই প্রস্তাব।

বিরোধী সাংসদদের দাবি ছিল, বিলটি স্থায়ী কমিটির কাছে পাঠানো হোক। কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে বলে স্পিকার জানানোর পরই নিজেদের আসন ছেড়ে প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী সাংসদরা। একাধিক সাংসদ কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান।

স্পিকার ওম বিড়লা এই আচরণের কড়া সমালোচনা করে বলেন, “কাগজ ছেঁড়ার জন্য মানুষ আপনাদের এখানে পাঠায়নি। গোটা দেশ আপনাদের দেখছে।”

লোকসভায় পাস হওয়ার পর বিলটি এবার রাজ্যসভায় পেশ করা হবে। এর আগে বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, ডিএমকের টি আর বালু এবং সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব বিলটির বিরোধিতা করেন। তাঁদের অভিযোগ, মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া জাতির জনকের জন্য অপমানজনক।

বিলের পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, "কংগ্রেস শুধু নেহরু পরিবারের নামে আইন করেছে, আর এখন এনডিএ সরকারের সমালোচনা করছে। নাম নিয়ে মোদী সরকারের কোনো মোহ নেই, সরকার কাজেই মনোযোগ দিচ্ছে"।

তিনি আরও দাবি করেন, এমজিএনরেগা দুর্নীতির হাতিয়ারে পরিণত হয়েছিল এবং সকলের সাথে আলোচনা করে নতুন বিল আনা হয়েছে।

বিল পাশের পরও বিরোধীদের প্রতিবাদ চলতে থাকায় সংসদের অধিবেশন মুলতবি করতে হয়। প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকদের বলেন, “এই বিল পড়লেই বোঝা যাবে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কীভাবে ধীরে ধীরে শেষ করে দেওয়া হচ্ছে। রাজ্যগুলোর উপর আর্থিক বোঝা চাপানো হচ্ছে, অথচ তাদের হাতে টাকা নেই। এমজিএনরেগা গরিব মানুষের ভরসা ছিল। এই বিল গরিব-বিরোধী।”

কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বিরোধীদের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বিরোধিতা করার অধিকার সবার আছে কিন্তু কাগজ ছুঁড়ে মারা বা প্লেন বানিয়ে স্পিকারের দিকে ছোড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

লোকসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা
Priyanka Gandhi: মনরেগার বদলি নতুন বিল গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা শেষ করে দেবে - প্রিয়াঙ্কা গান্ধী
লোকসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা
Rajasthan: বিধায়ক তহবিলের টাকা খরচের বিনিময়ে দিতে হবে কমিশন! ৩ বিধায়কের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in