Delhi High Court: যৌন হেনস্থায় নির্যাতিতদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে, নির্দেশ দিল্লি হাইকোর্টের

People's Reporter: মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করে।
দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট ফাইল ছবি সংগৃহীত
Published on

ধর্ষণ, অ্যাসিড আক্রান্ত বা যৌন হেনস্থার শিকার হওয়া সকলকেই বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। এই যুগান্তকারী রায় দিল দিল্লি হাইকোর্ট। সরকারি অথবা বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম সবক্ষেত্রেই এই নির্দেশ মানতে হবে। আদালতের নির্দেশ অমান্য করলে শাস্তির মুখে পড়তে পারে হাসপাতালগুলি।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করে। আদালত জানিয়েছে, এই নির্দেশ দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকার-অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং নার্সিং হোমগুলির জন্য প্রযোজ্য।

আদালতের রায় অনুযায়ী, “চিকিৎসা” শব্দটি শুধু প্রাথমিক চিকিৎসায় সীমাবদ্ধ নয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরীক্ষা, অস্ত্রোপচার, শারীরিক ও মানসিক পরামর্শ, মনস্তাত্ত্বিক সহায়তা এবং পারিবারিক কাউন্সেলিং।

আদালত আরও উল্লেখ করেছে যে ধর্ষণ এবং যৌন হেনস্থার শিকার হওয়া সকলেরই চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়। পাশাপাশি ডায়াগনস্টিকস, সার্জারি এবং মানসিক কাউন্সেলিংও করাতে হবে।

আদালত এও নির্দেশ দিয়েছে যে, সমস্ত আদালতে এই রায় সম্পর্কে অবগত করতে হবে। আক্রান্তদের বা নির্যাতিতাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা হবে। চিকিৎসা সহায়তা প্রয়োজন এমন ক্ষেত্রে যথাযথ হাসপাতালে রেফার করার ব্যবস্থা করতে হবে।

দিল্লি হাইকোর্ট
Kerala: বড়দিনের আগে স্কুলে হামলা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার ডাক পিনারাই বিজয়নের
দিল্লি হাইকোর্ট
Congress: নির্বাচনী প্রক্রিয়ায় দ্রুত কমছে স্বচ্ছতা - প্রতিবাদে শীর্ষ আদালতের দ্বারস্থ কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in