

অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা দেশবাসীর। কেরালায় সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও দেশের বেশিরভাগ জায়গায় তা আসেনি এখনও। বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করছে দেশবাসী। মৌসম ভবনের পক্ষ থেকেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এই আবহে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমানে রাজধানীর তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি। কিন্তু ফিলস লাইক ৫০ ডিগ্রি। আবার কোনো কোনো এলাকায় ৪০ ডিগ্রি হলেও অনুভব হচ্ছে ৪৩ বা ৪৪ ডিগ্রির কাছাকাছি। সোমবার ‘ফিল্স লাইক’ তাপমাত্রা ছুঁয়ে ফেলে ৫০ ডিগ্রি। মৌসম ভবন জানাচ্ছে, দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। দিল্লিবাসীর একাংশের দাবি, এই তাপমাত্রায় এসিও কাজ করছে না। সকাল ৬ টা থেকে যেন ট্যাঙ্কের জল ফুটছে। ফ্রিজে জল রাখলে জল ঠান্ডা হচ্ছে না।
গরমের হাত থেকে বাঁচতে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে যাচ্ছেন পর্যটকেরা। কিন্তু সেখানে গিয়েও শান্তি মিলছে না। হিমাচল প্রদেশে তাপমাত্রা ৪৪ ডিগ্রি। এছাড়া উত্তরাখণ্ডে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি। অন্যদিকে, নৈনিতাল, মুসৌরি এবং পৌড়ি গঢ়ওয়ালের মতো জায়গাগুলিতে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বাদ নেই জম্মু ও কাশ্মীরও। জম্মুতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। কাটরায় সোমবার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন