Cyclone Ditwah: ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ৩৩৪! আশঙ্কার মেঘ তামিলনাড়ুর আকাশেও

People's Reporter: তামিলনাড়ুর রাজস্বমন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন জানান, রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৩৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রীলঙ্কায় উদ্ধারকাজে এনডিআরএফ
শ্রীলঙ্কায় উদ্ধারকাজে এনডিআরএফছবি - রণধীর জয়সওয়ালের এক্স মাধ্যম
Published on

ঘূর্ণিঝড় দিটওয়ার (Cyclone Ditwah) কারণে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী দ্বীপরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের কারণে মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। পাশাপাশি প্রায় ৪০০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।

তামিলনাড়ুতেও দিটওয়ারের প্রভাব পড়েছে। সে রাজ্য থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধকালীন তৎপরতায় শ্রীলঙ্কায় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়েছে ভারতীয় বায়ুসেনা।

ভারত সরকারের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, বায়ুসেনার আইএল-৭৬ এবং সি-১৩০জে মালবাহক বিমান শ্রীলঙ্কায় ব্যবহার করা হয়েছে। ভারত সরকারের অপারেশন সাগর বন্ধুর অধীনে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা ১০৪ জন ভারতীয় যাত্রী সকাল ৬.৩০টায় ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে তিরুবনন্তপুরমে পৌঁছেছেন।

তামিলনাড়ুর রাজস্বমন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন জানান, রাজ্যে ঘূর্ণিঝড় দিটওয়ারের প্রভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৩৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫০টি গবাদি পশু মারা গেছে। ৫৬ হাজার হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে নাগাপট্টিনামের ২৪ হাজার হেক্টর জমি, তিরুভারুরে ১৫ হাজার হেক্টর জমি এবং থাঞ্জাভুরের ৮ হাজার হেক্টর জমি রয়েছে। জল নেমে গেলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা আরও স্পষ্ট বোঝা যাবে।

ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও তামিলনাড়ুর সরকার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলে বাহিনী (NDRF)-সহ মোট ৩৮টি দল প্রস্তুত রেখেছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় চেন্নাই সহ পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুদুচেরিতেও সমস্ত স্কুল বন্ধ রয়েছে।

শুধু তামিলনাড়ু নয়, সতর্কতা অবলম্বন করা হচ্ছে অন্ধ্রপ্রদেশেও। অন্ধ্রের সরকার জানিয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা থাকা জেলাগুলিতে প্রায় ৮ হাজার গর্ভবতী মহিলাকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে প্রায় ৪০০ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সকলকে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, রবিবার রাতেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিটওয়া। এই মুহূর্তে গভীর নিম্নচাপটি রয়েছে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ৮ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ উপকূলের সমান্তরালে উত্তর দিকে এগোবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে।

উল্লেখ্য, সাইক্লোন ‘দিটওয়া’ নামকরণ করেছে ইয়েমেন। এর অর্থ উপহ্রদ। সম্ভবত সোকোত্রার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি বৃহৎ লবণাক্ত উপহ্রদ ডেতওয়াহ-র নাম অনুযায়ী এই নাম রাখা হয়েছে।

শ্রীলঙ্কায় উদ্ধারকাজে এনডিআরএফ
Parliament Winter Session 2025: সংসদে শুরু শীতকালীন অধিবেশন - এসআইআর, দূষণ সহ উঠতে পারে একাধিক বিষয়
শ্রীলঙ্কায় উদ্ধারকাজে এনডিআরএফ
নিরাপত্তাকর্মী অজ্ঞান - তবু বক্তৃতা থামালেন না নাড্ডা! 'মানবতা বিক্রি করে দিয়েছে', নিন্দায় কংগ্রেস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in