AAP: ‘বিজেপি নেতাদের বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ নিয়েছে?’ কেন্দ্রীয় সংস্থাকে প্রশ্ন আপ নেত্রী অতিশীর

People's Reporter: অতিশী অভিযোগ করেন, "শুধু সন্দেহের ভিত্তিতে সঞ্জয় সিং, মণীশ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়াল জিকে গ্রেফতার করেছে ইডি। যদিও তাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ এখনও পায়নি।“
আপ নেত্রী অতিশী
আপ নেত্রী অতিশীছবি - সংগৃহীত
Published on

‘বিজেপিতে যোগ না দিলে এবার আমাকে গ্রেফতার করবে ইডি।‘ মঙ্গলবার এমনই মন্তব্য করে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী। এই মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার দিল্লীর মন্ত্রীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তার একদিনের মধ্যেই সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনকে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ আনলেন অতিশী।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে আপ নেত্রী তথা দিল্লীর মন্ত্রী অতিশী ইডিকে প্রশ্ন করেন, আবগারী দুর্নীতি মামলায় বিজেপি নেতাদের বিরুদ্ধে তারা কবে পদক্ষেপ নেবে? অতিশীর প্রশ্ন, “বিজেপি নেতাদের বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ নিয়েছে? আর্থিক দুর্নীতির প্রমাণ কোথায়?”

এরপরেই অতিশী অভিযোগ করেন, "শুধু সন্দেহের ভিত্তিতে, আপ নেতা সঞ্জয় সিং, মণীশ সিসোদিয়া এবং এমনকি আমাদের দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জিকে গ্রেফতার করেছে ইডি। যদিও তাঁদের বিরুদ্ধে কোনও আর্থিক দুর্নীতির প্রমাণ এখনও পায়নি।“  

এদিন তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে বলেন, "বিজেপি সিবিআই, ইডি এবং এখন নির্বাচন কমিশনকে আপ নেতাদের টার্গেট করতে এবং তাদের গ্রেফতার করতে ব্যবহার করছে। আমি বিজেপিকে বলতে চাই তারা যেন সরাসরি আপ-এর বিরুদ্ধে ভোটে লড়াই করে।“

উল্লেখ্য, মঙ্গলবার দিল্লীর মন্ত্রী অভিযোগ করেন, ‘‘ব্যক্তিগত পরিসর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে, আমি যদি আমার রাজনৈতিক জীবন বাঁচাতে চাই, তবে আমি বিজেপিতে যোগ দিতে পারি। আর যদি বিজেপিতে না যাই, তবে আগামী এক মাসের মধ্যে গ্রেফতার হতে পারি। আমাকে এক জন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক আপ নেতাকে জেলে পাঠানোর জন্য মনস্থির করেছেন।’’

এর প্রেক্ষিতে শুক্রবার নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠিয়ে এই মন্তব্যের কারণ জানতে চায়। কমিশনের পক্ষ থেকে আপ নেত্রীকে সোমবার দুপুর ১২ টার মধ্যে সেই শোকজের জবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপ নেত্রী অতিশী
Bhima Koregaon Case: ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মী সোমা সেনকে শর্তসাপেক্ষ জামিন দিল শীর্ষ আদালত
আপ নেত্রী অতিশী
Hemant Soren: হেমন্ত সোরেনের বিরুদ্ধে চার্জশিট ইডির, রয়েছে আরও ৩ সরকারি আধিকারিকের নাম!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in