Bihar: দলিত ও পিছিয়ে পড়া মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হচ্ছে! বিহারে বিস্ফোরক রাহুল

People's Reporter: সম্মেলনে বক্তব্য রাখার সময়, রাহুল গান্ধী সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের প্রতি অবিচার হচ্ছে বলে অভিযোগ তোলেন।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

বিহারে গিয়ে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের হয়ে সুর চড়ালেন রাহুল গান্ধী। পাশাপাশি বেকার যুবকদের নীতিশ কুমারের সরকার বোকা বানাচ্ছে বলেও অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা।

চলতি বছরের শেষের দিকে বিহারে নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিহারে রাজনৈতিক অঙ্ক কষতে শুরু করেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার পাটনায় 'সংবিধান সুরক্ষা সম্মেলন'-এ বক্তব্য রাখতে গিয়ে এনডিএ-নেতৃত্বাধীন বিহার সরকারকে তীব্র আক্রমণ করেন।

সম্মেলনে বক্তব্য রাখার সময়, রাহুল গান্ধী সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের প্রতি অবিচার হচ্ছে বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, “বর্তমানে দুর্বল শ্রেণির মানুষদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেস এই ব্যবস্থার বিরুদ্ধে লড়বে।”

তিনি সংরক্ষণ নীতিতে ৫০% সীমার বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং প্রতিশ্রুতি দেন যে, বর্ণভিত্তিক আদমশুমারির মাধ্যমে কংগ্রেস ভারতের “এক্স-রে” করবেন।

রাহুল গান্ধী বলেন, “আম্বেদকরজির লড়াই ছিল দলিতদের জন্য। তিনি তাদের যন্ত্রণা ও সত্য বুঝতেন, সেই সত্যের জন্যই লড়েছিলেন। আজ ভারতের বাস্তব সত্য তুলে ধরা কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমাদের উচিত ভয় না পেয়ে, সত্য বলার সাহস দেখানো।”

এদিকে, বিহারে কংগ্রেসের পদযাত্রাও শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী ও যুব নেতা কানহাইয়া কুমার। বেগুসরাই থেকে শুরু হওয়া এই যাত্রায় যুবদের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

রবিবার রাহুল একটি ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বিহারের তরুণদের সাদা টি-শার্ট পরে পদযাত্রায় যোগ দিতে আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হল দেশের সামনে তুলে ধরা যে, বিহারের তরুণরা চাকরির সুযোগ হারাচ্ছেন এবং বেসরকারিকরণের সুবিধা পাচ্ছেন না। এবার সরকারকে চাপে ফেলতে হবে।”

রাহুল গান্ধী
Justice Yashwant Varma: এলাহাবাদ হাইকোর্টেই শপথ নিলেন নগদ-কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা!
রাহুল গান্ধী
Share Market: ট্রাম্প শুল্কের জেরে বেসামাল ভারতীয় শেয়ার বাজার - প্রায় ৪ হাজার পয়েন্ট নিচে সেনসেক্স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in