
সংসদে রাহুল গান্ধীর ধাক্কাধাক্কির জেরে আহত দুই বিজেপি সাংসদ? বিজেপির এমনই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দিল্লির অপরাধ দমন শাখাকে। সাত সদস্যের একটি সিট গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সংসদে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের ওরা মন্তব্য নিয়ে। লোকসভার শীতকালীন অধিবেশনে সংবিধান সংক্রান্ত এক বিতর্ক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর...। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত’। তাঁর আরও সংযোজন, ‘জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি’।
এই ঘটনার পর বুধবার থেকে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। কংগ্রেস-সহ বিরোধীরা আম্বেদকরকে অবমাননার অভিযোগ তুলে অমিত শাহের পদত্যাগের দাবি তোলেন। বৃহস্পতিবার সেই বিক্ষোভ কার্যত সংঘর্ষের আকার নেয়। এদিন সংসদের মূল দরজা মকর দ্বারের কাছে বিজেপি সাংসদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিরোধীরা। অভিযোগ, সেই সময় ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপির বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী এবং ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুত। রাহুল গান্ধীই দুজনকে ধাক্কা দিয়েছেন। দু’জনেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর ধাক্কায় দুই সাংসদ পড়ে গিয়ে মাথায় চোট পান। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ, হেমঙ্গ যোশী ও অনুরাগ ঠাকুর। তাঁর ভিত্তিতে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। জানা যায়, ভারতীয় ন্যায় সংহিতার ১১৭, ১১৫, ১২৫, ১৩১, ১৫১ ও ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়।
শুক্রবার মামলার তদন্ত শুরু করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। একটি বিশেষ দল গঠন করে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই দলে রয়েছেন দুজন অ্যাসিস্টেন্স পুলিশ কমিশনার, দুজন ইন্সপেক্টর, তিনজন সাব ইন্সপেক্টর। এই ৭ সদস্যের দল সরাসরি ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্ত রিপোর্ট পেশ করবেন। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ তলব করেছে পুলিশ। পাশাপাশি, সেদিন ঠিক কী কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য সংসদে গিয়েও তদন্ত করবে। সেকারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হবে।
পাল্টা বিজেপির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। তাঁদের বক্তব্য, বিজেপি সাংসদের ধাক্কায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পড়ে যান। হাঁটুতে চোট লাগে তাঁর। দিল্লির পুলিশের অপরাধ দমন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের এই অভিযোগও খতিয়ে দেখা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন