CPIM: 'দমনমূলক', 'গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ' - কেন্দ্রের প্রস্তাবিত তিন বিলের বিরুদ্ধে সরব CPIM

People's Reporter: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আনা এই তিন বিলের বিরোধিতা করেছে সমস্ত বাম দল। এই তিন বিল দমনমূলক এবং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলেও মন্তব্য করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী।
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী ও সাংসদ জন ব্রিটাস
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী ও সাংসদ জন ব্রিটাস ফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

গুরুতর ফৌজদারি অপরাধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের অপসারণের জন্য প্রস্তাবিত বিলের কড়া সমালোচনা করলো সিপিআইএম (CPIM)। বুধবার সিপিআইএম-এর পক্ষ থেকে কেন্দ্রের এই পদক্ষেপকে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করা হয়েছে। এই বিল ‘দমনমূলক’ বলেও জানিয়েছে এবং দল সর্বশক্তি দিয়ে এই বিলের বিরোধিতা করবে।

বুধবার সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী (M A Baby) তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এই বিলের কড়া সমালোচনা করে বলেন, "৩০ দিন আটক থাকার থাকার পর প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের অপসারণ করার জন্য মোদী সরকারের আনা তিনটি বিল তাদের নব্য ফ্যাসিবাদী বৈশিষ্ট প্রকাশ করে। আমরা সমস্ত গণতান্ত্রিক শক্তিকে এই দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই। সিপিআইএম গণতন্ত্রের ওপর এই সরাসরি আক্রমণের সর্বাত্মক বিরোধিতা করবে।"

তাঁর বক্তব্যে বেবী আরও জানান, "উচ্চপদস্থ ব্যক্তিদের অপরাধ দমনের আড়ালে থাকা এই বিলগুলির আসল উদ্দেশ্য অন্য, কারণ আরএসএস-নিয়ন্ত্রিত মোদী সরকারের নির্বাচিত রাজ্য সরকারগুলিকে দুর্বল করার ইতিহাস রয়েছে। এসআইআর-এর মাধ্যমে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার এক সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে এসে এর প্রতিরোধ করতে হবে।"

রাজ্যসভার সিপিআইএম সাংসদ জন ব্রিটাস (John Brittas) এই বিল প্রসঙ্গে তাঁর এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানান, জনস্বার্থ, কল্যাণ ও সুশাসনের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের (Amit Shah) নতুন এই তিন বিল বাস্তবে দমনমূলক এবং বিরোধী নেতৃত্বাধীন রাজ্যগুলিকে অস্থিতিশীল করার জন্য তৈরি করা হয়েছে। এর ফলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, প্রতিহিংসাপরায়ণ রাজনীতির যুগে, যেখানে বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হয় সেখানে এই নির্দেশিকা গোপন উদ্দেশ্যে অপব্যবহার করা হবে।

ব্রিটাস জানিয়েছেন, আজকের এই ক্ষতিকর রাজনৈতিক পরিবেশে দাঁড়িয়ে, যেখানে সহজেই কাউকে অভিযুক্ত করা যেতে পারে, গ্রেপ্তার করা যেতে পারে এবং দীর্ঘ সময় আটক রাখা যেতে পারে, সেখানে এই আইনকে রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার এবং গণতান্ত্রিক রীতিনীতিকে নষ্ট করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে।

বুধবারই প্রস্তাবিত এই তিনটি বিলের বিরোধিতা করেছে সিপিআইএম পলিটব্যুরো। এক বিবৃতিতে এই তিনটি বিল পেশ করার পদক্ষেপের নিন্দা জানিয়ে পলিটব্যুরো জানিয়েছে, “এটি আইনের প্রতিষ্ঠিত পদ্ধতি লঙ্ঘন করার জন্য তাদের গণতন্ত্রবিরোধী প্রবণতাকে তুলে ধরে। অতীতেও বিজেপি সবসময় তথাকথিত জঘন্য কাজগুলিকে বিশেষভাবে আলাদা করে বিচার ও তদন্ত এড়াতে একটি সম্পূর্ণ আইন প্রণয়নের প্রবণতা দেখিয়েছে। বর্তমান সরকারের নব্য-ফ্যাসিবাদী প্রবণতার পরিপ্রেক্ষিতে, এটি স্পষ্টতই বিরোধী রাজ্য সরকারগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য একটি অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে। এই পদক্ষেপ ঘৃণ্য এবং একটি যোগ্য গণতন্ত্রের জন্য অপরিহার্য নিয়ন্ত্রণ এবং ভারসাম্যকে দুর্বল করে। এখানে অপরাধের উল্লেখ করা শুধুমাত্র আসল উদ্দেশ্যকে আড়াল করার উদ্দেশ্যে। সিপিআই(এম) তার সমস্ত শক্তি দিয়ে এই প্রস্তাবের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং বিরোধী সমমনস্ক, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সমস্ত দলগুলিকে এই অযাচিত পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানাবে।”

এই বিল প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএমএল (CPIML) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharjee)। এক এক্স বার্তায় তিনি জানান, বিজেপির রাজনীতি এবং নীতির বিরোধিতাকারী প্রতিটি রাজ্য সরকার এখন স্থায়ীভাবে অস্থিতিশীল এবং অকার্যকর হয়ে যাবে এবং প্রতিটি এনডিএ শরিক বিজেপির লাইনে চলার চেষ্টা করবে।

দীপঙ্কর ভট্টাচার্য আরও বলেন, ইডি, সিবিআই, আইটি, এনআইএ-র মত কেন্দ্রীয় সংস্থাগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং সংকীর্ণ দলীয় স্বার্থে রাজ্যপালদের সাংবিধানিক পদের অপব্যবহারের যে ধারা সাম্প্রতিক সময়ে দেখা গেছে, এমনকি বিভিন্ন সময়ে যার নিন্দা করেছে সুপ্রিম কোর্ট, এখন এই বিলের বৈধতায় সেগুলিও বৈধতা পাবে।

উল্লেখ্য, বুধবারই লোকসভায় প্রস্তাবিত এই তিনটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তিন বিল পেশের সময় বিরোধীদের তুমুল প্রতিবাদে লোকসভা মুলতুবি করে দেওয়া হয়। একসময় বিরোধী সাংসদদের বিলের প্রতিলিপি ছিঁড়ে লোকসভার ওয়েলে ফেলতে দেখা যায়।

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেশ করা যে তিনটি বিল নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিরোধীরা তার মধ্যে আছে - The Government of Union Territories (Amendment) Bill 2025, The Constitution (One Hundred And Thirtieth Amendment) Bill 2025, and The Jammu and Kashmir Reorganisation (Amendment) Bill 2025 - এই বিলগুলিকে সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে।

সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী ও সাংসদ জন ব্রিটাস
CPIM: প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে RSS-এর প্রশংসা শহীদদের স্মৃতির প্রতি অসম্মান - CPIM
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী ও সাংসদ জন ব্রিটাস
চিঠিতে বাংলাকে 'বাংলাদেশী ভাষা' উল্লেখ! 'নিরক্ষর' দিল্লি পুলিশকে সংবিধান পাঠের পরামর্শ CPIM-তৃণমূলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in