
ফের নারী নির্যাতনের অভিযোগ উঠল ওড়িশায়। এবার ১৯ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের এক ছাত্রনেতার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রনেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা সামনে আসার পর থেকে বিজেপি শাসিত রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ, রাজধানী ভুবনেশ্বরে। নির্যাতিতার অভিযোগ, ওইদিন ভুবনেশ্বরের মাস্টার ক্যান্টিন চকে দুই বন্ধুর সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা একটি গাড়িতে গল্প করছিলেন। সেই সময় আরেকজন তাঁদের সঙ্গে যোগ দেয়। তিনি নিজেকে উদিত প্রধান হিসেবে পরিচয় দেন এবং জানান, তিনি ওড়িশার এনএসইউআই -এর সভাপতি। এরপর তারা সকলে একটি হোটেলে গিয়ে ওঠেন। সেখানেই ঠান্ডা পানীয়তে কিছু মিশিয়ে বেঁহুশ করে তাঁকে ধর্ষণ করেন উদিত বলে অভিযোগ নির্যাতিতার।
নির্যাতিতা জানিয়েছেন, “গাড়িতে বসে গল্প করার সময় উদিত আমাকে বাজেভাবে স্পর্শ করছিল। এরপর ওরা আমাকে একটা হোটেলে নিয়ে যায়। সেখানে ওরা মদ্যপান শুরু করে। আমি মদ্যপান করি না। উদিত আমাকে ঠান্ডা পানীয় দেয়। তারপর আমার শরীর খারাপ করতে শুরু করে। আমি ওদের বলি আমায় বাড়িতে ছেড়ে আসতে। তারপর অজ্ঞান হয়ে যাই, কিছু মনে নেই।"
নির্যাতিতা অভিযোগে জানিয়েছেন, “আমার জ্ঞান ফিরে আসার পর দেখি উদিত প্রধান আমার পাশে শুয়ে আছে। আমি ব্যথা অনুভব করি এবং বুঝতে পারি যে আমার সঙ্গে কিছু একটা ঘটেছে।”
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উদিত প্রধান ওড়িশার এনএসইউআই -এর সভাপতি। কংগ্রেস ছাত্র নেতা হিসেবে যথেষ্ট পরিচিত তিনি। নির্যাতিতার অভিযোগের পরেই ওই যুব নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। গ্রেফতারের পর ওই ছাত্র নেতাকে এনএসইউআই থেকে বরখাস্ত করা হয়েছে।
ওড়িশায় লাগাতার ভয়াবহ নারী নির্যাতনের খবর সামনে আসছে। সম্প্রতি কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে। যার প্রতিবাদে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। এরপর গত শনিবার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল বছর পনেরোর এক ছাত্রী। হঠাৎ তার রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী হাসপাতালে।
বিজেপিশাসিত রাজ্যে একের পর নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আর এই পরিস্থিতিতে এবার কংগ্রেস ছাত্র নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। যা নিয়ে তোলপাড় শুরু ওড়িশা রাজনীতিতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন