Congress: রাহুল গান্ধীর ৫৫তম জন্মদিনে চাকরি মেলার আয়োজন কংগ্রেসের! ৫০০০ কাজের সুযোগ

People's Reporter: বৃহস্পতিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে চাকরির মেলা আয়োজিত হয়। যেখানে ১০০ টিরও বেশি কোম্পানি মেলায় অংশগ্রহণ করেছিল।
নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীর হাতে
নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীর হাতেছবি - IYC-র এক্স হ্যান্ডেল
Published on

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার এক চাকরির মেলা (Job Fair) আয়োজন করে দিল্লি কংগ্রেস ও ভারতীয় যুব কংগ্রেস (Congress)। যেখানে ১০০ টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছিল। জানা যাচ্ছে চাকরির মেলা থেকে ৫০০০-র বেশি চাকরির সুযোগ তৈরি করেছে সংস্থাগুলি।

দেশের বেকারত্ব নিয়ে লাগাতার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস। বিভিন্ন জনসভা থেকে শুরু করে সংসদের মধ্যেও যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতে সরব হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তাঁর জন্মদিনে অভিনব উদ্যোগ নিল কংগ্রেস। হাজার হাজার যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা করল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে চাকরির মেলা আয়োজিত হয়। মেলাতেই চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে ইন্টার্ভিউ নিয়ে ৩,৫০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে কোম্পানিগুলি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "রাহুল-জির জন্মদিনে এত বিশাল চাকরি মেলা আয়োজনের জন্য ভারতীয় যুব কংগ্রেসকে অনেক অভিনন্দন। এটি দেশের জন্য একটি শক্তিশালী বার্তা।"

কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এক্স মাধ্যমে লেখেন, "আজ, ন্যায় যোদ্ধা এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিনে, এনএসইউআই ফুলে দম্পতির (মহাত্মা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে) জীবনী অবলম্বনে ফুলে চলচ্চিত্রটি প্রদর্শন করেছে। দেশের বিভিন্ন রাজ্যে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। অন্যদিকে ভারতীয় যুব কংগ্রেস দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে একটি 'মেগা জব ফেয়ার' আয়োজন করেছে। এই সুচিন্তিত প্রচেষ্টার জন্য এনএসইউআই এবং আইওয়াইসিকে আন্তরিক অভিনন্দন।"

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এই চাকরি মেলা কংগ্রেসের প্রতীকী রাজনৈতিক বার্তাকে জনসাধারণের কাছে পৌঁছানোর একটি উপায়। বিশেষ করে তরুণদের লক্ষ্য করে, তাঁদের একত্রিত করার একটি প্রচেষ্টা।

অন্যদিকে, নিজের জন্মদিনে প্রথমে ৪ আকবর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতা এবং সমর্থকদের সাথে দেখা করেন রাহুল গান্ধী। এরপর তিনি স্যার গঙ্গা রাম হাসপাতালে যান। সেখানে তাঁর মা সোনিয়া গান্ধী পেটের সমস্যা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার এবং হাসপাতালের কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তিনি। যত্নশীল পরিষেবা প্রদানের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানান।

নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীর হাতে
Amit Shah: দেশে ইংরেজিতে কথা বলতে অভ্যস্তরা খুব শীঘ্রই লজ্জিত বোধ করবেন - অমিত শাহ
নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীর হাতে
Cyber Fraud: বাড়ছে আর্থিক সাইবার প্রতারণা! কেবল চেন্নাইয়ে পাঁচ মাসে ২১৮ কোটি টাকার জালিয়াতি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in