Amit Shah: দেশে ইংরেজিতে কথা বলতে অভ্যস্তরা খুব শীঘ্রই লজ্জিত বোধ করবেন - অমিত শাহ

People's Reporter: অমিত শাহ বলেন, "এই দেশে যারা ইংরেজিতে কথা বলে তারা শীঘ্রই লজ্জিত হবেন - এমন একটি সমাজ তৈরি হতে আর বেশি দেরী নেই। আমাদের ভাষা ছাড়া, আমরা প্রকৃত অর্থে ভারতীয় হতে পারব না"।
অমিত শাহ
অমিত শাহছবি - বিজেপির ফেসবুক পেজ থেকে স্ক্রীনশট
Published on

"ভারতে থেকে যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁরা লজ্জিত বোধ করবেন খুব শীঘ্রই"। বৃহস্পতিবার এক বই প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এহেন মন্তব্য করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে ভারতে আঞ্চলিক ভাষাগুলিই পরিচয়ের কেন্দ্রবিন্দু। তাই বিদেশী ভাষার জায়গায় আঞ্চলিক ভাষাগুলিকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

বৃহস্পতিবার প্রাক্তন আইএএস আশুতোষ অগ্নিহোত্রীর লেখা 'ম্যায় বুন্দ স্বয়ং, খুদ সাগর হুঁ' (Main Boond Swayam, Khud Sagar Hoon) বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতকে ঔপনিবেশিক প্রভাবের অবশিষ্টাংশ ত্যাগ করতে হবে এবং গর্বের সাথে নিজস্ব ভাষাগুলিকে আলিঙ্গন করতে হবে।

অমিত শাহ বলেন, "এই দেশে যারা ইংরেজিতে কথা বলে তারা শীঘ্রই লজ্জিত হবেন - এমন একটি সমাজ তৈরি হতে আর বেশি দেরী নেই। যারা দৃঢ়প্রতিজ্ঞ তারাই কেবল পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ভাষাগুলি আমাদের সংস্কৃতির রত্ন। আমাদের ভাষা ছাড়া, আমরা প্রকৃত অর্থে ভারতীয় হতে পারব না"।

তিনি ভারতের ভাষাগত ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য দেশজুড়ে নতুন করে প্রচেষ্টা শুরু করার আহ্বান জানান। অমিত শাহ বলেন, "আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস এবং আমাদের ধর্ম বোঝার জন্য কোনও বিদেশী ভাষা যথেষ্ট নয়। অর্ধ-পক্ক বিদেশী ভাষা দিয়ে একটি পূর্ণাঙ্গ ভারতের ধারণা কল্পনা করা যায় না। এই যুদ্ধ কতটা কঠিন তা আমি পুরোপুরি জানি, তবে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে ভারতীয় সমাজ এতে জয়ী হবে।"

তাঁর কথায়, "আত্মসম্মানের সাথে, আমরা আমাদের নিজস্ব ভাষায় আমাদের দেশ পরিচালনা করব এবং বিশ্বকেও নেতৃত্ব দেব"।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পঞ্চ প্রাণ' (পাঁচটি অঙ্গীকার) রূপরেখা তুলে ধরে শাহ বলেন, "মোদীজি অমৃত কালের জন্য 'পঞ্চ প্রাণ' (পাঁচটি অঙ্গীকার)-এর ভিত্তি স্থাপন করেছেন। উন্নত ভারতের লক্ষ্য অর্জন, দাসত্বের প্রতিটি চিহ্ন থেকে মুক্তি, আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করা, ঐক্য ও সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং প্রতিটি নাগরিকের মধ্যে কর্তব্যের চেতনা জাগানো - এই পাঁচটি অঙ্গীকার ১৩০ কোটি মানুষের সংকল্প হয়ে উঠেছে। এই কারণে ২০৪৭ সালের মধ্যে আমরা গোটা বিশ্বের মধ্যে শীর্ষে থাকব। আমাদের এই অভিযানে আমাদের ভাষাগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

অমিত শাহ
'আমিই যুদ্ধ থামিয়েছি, পাকিস্তানকে ভালবাসি', মোদীর সাথে কথার পর ফের দাবি ট্রাম্পের, ধন্যবাদ মুনিরকেও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in