'আমিই যুদ্ধ থামিয়েছি, পাকিস্তানকে ভালবাসি', মোদীর সাথে কথার পর ফের দাবি ট্রাম্পের, ধন্যবাদ মুনিরকেও

People's Reporter: অন্যদিকে, বুধবার পাক সেনাপ্রধান আসিম মুনির হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজন সারেন। এদিন মুনিরের প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে সংঘর্ষবিরতিতে মুনিরের ভূমিকা ছিল অত্যন্ত সদর্থক।
ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী
ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীছবি - সংগৃহীত
Published on

বুধবারই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীর তরফ থেকে জানানো হয়েছিল মোদী এবং ট্রাম্পের ৩৫ মিনিট ফোনালাপের কথা। যেখানে তিনি জানিয়েছিলেন, মোদী ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি কারও মধ্যস্থতায় হয়নি। আর এবার এই ফোনালাপ নিয়ে মুখ খুললেন ট্রাম্প। নিজের পূর্ব দাবিতেই অনড় থেকে তিনি বললেন, "আমিই পাকিস্তান এবং ভারতের যুদ্ধ থামিয়েছি"।

বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কিছু সময় কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরান-ইজরায়েল সংঘাত থেকে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি সবই উঠে আসে। এমনকি শীঘ্রই ভারতের সঙ্গে আমেরিকা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে চলেছে, সে কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘দেখুন, যুদ্ধটা আমিই থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালবাসি। মোদীও দুর্দান্ত একজন মানুষ। গত রাতে ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি"।

অন্যদিকে, বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজন সারেন। এদিন মুনিরের প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে সংঘর্ষবিরতিতে মুনিরের ভূমিকা ছিল অত্যন্ত সদর্থক। এর জন্য মুনিরকে ধন্যবাদও জানান ট্রাম্প। বলেন,  “যে কারণে আজ আমি এখানে, সেটা হল আমি ওঁকে (মুনির) ধন্যবাদ জানাতে চাই। কারণ, উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন"। ট্রাম্পের কথায়, ‘‘পাকিস্তানের দিক থেকে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই মানুষটি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা নিয়েছিলেন"।

মার্কিন প্রেসিডেন্টের ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে নয়া সংযোজন, ‘‘ভারতের তরফে মোদী এবং আরও কয়েক জন ছিলেন। দু’জন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না-এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন। উভয়েই পরমাণু শক্তিধর দেশ। আমি ওদের থামাই। দুটো বড় দেশের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি। এর জন্য আমি কোনও গল্প লিখিনি"। এখানে দু'জন বুদ্ধিমান বলতে একজন মোদী এবং অন্যজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথা বলতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বুধবারই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, মোদী ট্রাম্পকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। এমনকি পাকিস্তানের গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবেন, সেকথাও ট্রাম্পকে জানান মোদী। ভারত সন্ত্রাসবাদকে ‘যুদ্ধ’ হিসাবেই বিবেচনা করে এবং পাকিস্তানের বিরুদ্ধে এখনও 'অপারেশন সিঁদুর' অভিযান জারি আছে বলে জানিয়েছেন মোদী।

ফোনালাপে ট্রাম্পকে মোদী বলেছিলেন, ‘‘ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে। ওদের সেনাছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসে"।

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী
Iran-Israel Conflict: ইজরায়েলি হামলায় ইরানে মৃত প্রায় ৬০০! তেহরান ছেড়ে পালাচ্ছেন নাগরিকরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in