

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। পাশাপাশি তিনি আদালতের দ্রুত হস্তক্ষেপেরও দাবি করেছেন।
রেণুকা চৌধুরী নিজের ট্যুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর একটি ভিডিও দিয়ে লিখেছেন, "এইভাবে আমাকে সংসদে সূর্পনখার সাথে তুলনা করা হয়েছিল। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবো। দেখা যাক আদালত কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে"। যদিও অনেকে সাংসদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী কোথাও সূর্পনখার নাম উল্লেখ করেননি।
ভিডিওটি তে সম্ভবত স্পিকারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলছেন, রেণুকাজীকে কিছু বলবেন না। রামায়ণ সিরিয়ালের পরে এই ধরণের হাসি শোনার সুযোগ এখন পেলাম।
ঘটনার সূত্রপাত পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৮ সালে। রাজ্যসভায় নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন আধার কার্ডের পরিকল্পনাটি করা হয়েছিল বাজপেয়ী আমলে। মনমোহন সিং-র আমলে নয়। এরপরেই অট্টহাসি হাসতে শুরু করেন রেণুকা চৌধুরী। তার পরেই কংগ্রেস সাংসদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন