Priyanka Gandhi: দাদা রাহুলের মতোই সংবিধান হাতে সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা

People's Reporter: বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ শপথ নেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তার আগে সকালে কংগ্রেস সাংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন ওয়াইনাডের নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী
সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধীছবি সংগৃহীত
Published on

 বৃহস্পতিবার কেরালার ওয়াইনাডের সাংসদ হিসেবে সংসদে শপথ গ্রহণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। দাদা রাহুল গান্ধীর পথ অনুসরণ করে সংবিধানের লাল-কালো মলাটের বই হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাহুল গান্ধী এবং মা সোনিয়া গান্ধী।

বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ শপথ নেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তার আগে সকালে কংগ্রেস সাংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন ওয়াইনাডের নবনির্বাচিত সাংসদ। আগেই সংসদ চত্বরে উপস্থিত হন কংগ্রেস সাংসদরা। প্রিয়াঙ্কা গান্ধী পৌঁছোতেই স্লোগান দেওয়া হয় ‘প্রিয়াঙ্কা স্বাগতম’। গাড়ি থেকে নেমে দাদা তথা রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধী এবং মা তথা রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে সংসদের ভিতরে প্রবেশ করেন তিনি।

২০০৪ সালে মা এবং দাদার সঙ্গে ভোট প্রচারে অংশ নিলেও, সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা আনুষ্ঠানিক ভাবে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। সেই সময় তিনি ছিলেন পূর্ব উত্তরপ্রদেশের এআইসিসির সাধারণ সম্পাদক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং ওয়াইনাড – দুটি আসনেই বিপুল ব্যবধানে জেতেন রাহুল গান্ধী। ওয়াইনাড আসনটি ছেড়ে দেন। উপনির্বাচনে সেই আসনেই প্রার্থী হন প্রিয়াঙ্কা গান্ধী। ভোটের ফলাফলে দাদার থেকেও বেশী ব্যবধানে জয়ী হন তিনি। রাহুল গান্ধীর মার্জিন ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ৪২২। প্রিয়াঙ্কা জিতেছেন ৪ লক্ষ ১০ হাজারের বেশী ভোটে।  

সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী
Maharashtra: শিন্ধেকে মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভার অর্ধেকের বেশি পদ দখলে রাখতে পারে বিজেপি!
সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী
Maha Crisis: ফড়নবীশ নাকি শিন্ধে? মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in