

শীঘ্রই বিজেপি এবং একনাথ শিন্ধে গোষ্ঠী জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে। আজই রাজ্যপালের সাথে সাক্ষাৎ করবেন শিবসেনা নেতা একনাথ শিন্ধে। ইতিমধ্যেই গোয়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
ডাবলিম বিমানবন্দর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে শিন্ধে জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের রাজ্যপালের সাথে দেখা করার জন্য মুম্বাই যাচ্ছেন। বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সাথেও দেখা করবেন তিনি বলে জানা গেছে।
অন্যদিকে এক সাংবাদিক সম্মেলনে বিদ্রোহী শিবসেনা গোষ্ঠীর মুখপাত্র দীপক কেসরকার জানিয়েছেন, "২০১৯ সালে বিজেপির সাথে জোট করে আমরা নির্বাচনে জিতেছিলাম। জনগণ আমাদের সেই জোটকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। আমরা তখন তাঁদের যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন তা পূরণ করতে যাচ্ছি।"
বিজেপির সাথে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন কেসরকার। তিনি জানান, "দেবেন্দ্র ফড়নবিশের সাথে মিলে শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে। সেই তারিখ দেওয়ার বিশেষ ক্ষমায় আছে রাজ্যপালের। আমাদের আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আমরা একসাথে জোট সরকার গঠন করবো।"
তিনি আরও জানান, "উদ্ধব ঠাকরের পদত্যাগে আমরা খুশি নন। উনি একজন সম্মানীয় নেতা। ওনার পদত্যাগে আমরা খুশি নন। আমরা কোনভাবেই ওনার পদত্যাগ উদযাপন করছি না।" উল্লেখ্য, বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। সুপ্রিম কোর্ট তাঁর সরকারকে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইস্তফা দেন তিনি। উদ্ধব ঠাকরের পদত্যাগের খবর আসার কিছুক্ষণের মধ্যেই বিজেপি এবং বিদ্রোহী শিবসেনা শিবিরের মধ্যে মিষ্টি বিলি শুরু হয়।
মহারাষ্ট্রের বিজেপি নেতা গিরিশ মহাজন বৃহস্পতিবার জানিয়েছেন, তাদের কাছে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫।
তবে শিন্ধে না ফড়নবিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এই নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি আমজনতার মধ্যেও জল্পনা শুরু হয়েছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ফড়নবিশ মুখ্যমন্ত্রী হবেন এবং শীন্ধে হবেন তাঁর ডেপুটি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন