NCERT: দেশভাগের জন্য দায়ী কংগ্রেস, জিন্না এবং মাউন্টব্যাটন! ফের বিতর্কে এনসিইআরটি-র নতুন মডিউল

People's Reporter: কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মডিউল করা হয়েছে। হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের মধ্যে যোগসাজশের কারণে দেশভাগ হয়েছিল।"
NCERT: দেশভাগের জন্য দায়ী কংগ্রেস, জিন্না এবং মাউন্টব্যাটন! ফের বিতর্কে এনসিইআরটি-র নতুন মডিউল
ছবি - সংগৃহীত
Published on

ফের বিতর্কে রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ (এনসিইআরটি)। অভিযোগ, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ে ১৯৪৭ সালে ভারত বিভাজিত হয়ে পাকিস্তান সৃষ্টির জন্য কংগ্রেস, মহাম্মদ আলী জিন্না এবং লর্ড মাউন্টব্যাটনকে দায়ী করে একটি পরিচ্ছদ সংযোজনের উদ্দেশ্যে মডিউল প্রকাশ করেছে এনসিইআরটি। কয়েকটি সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এনসিইআরটি-এর নতুন মডিউলে বলা হয়েছে, "দেশ ভাগ কেবল একজন ব্যক্তির কাজ ছিল না। বরং তিনটি শক্তির সম্মলিত প্রয়াস ছিল। জিন্না, যিনি দেশভাগের লক্ষ্যে প্রচার করেছিলেন। কংগ্রেস, যারা দেশ ভাগ মেনে নিয়েছিল এবং মাউন্টব্যাটন, যাকে দেশভাগ বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছিল"। এই বিতর্কিত অধ্যায় সংযোজনের জন্য নিয়মিত পাঠ্যপুস্তকের বাইরে ষষ্ঠ-অষ্টম এবং নবম-দ্বাদশ শ্রেণীর জন্য পৃথক সংস্করণ তৈরি করা হয়েছে।

এখানে আরও উল্লেখ করা হয়েছে, দেশভাগের পর কাশ্মীর ভারতের জন্য নতুন নিরাপত্তা সমস্যায় পরিণত হয়। উল্লেখ করা হয়েছে, "এরপর থেকে আমাদের প্রতিবেশী দেশগুলি এই সমস্যাটিকে বিভিন্ন উপায়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য ব্যবহার করে আসছে"।

মডিউলে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এখানে জিন্না দাবি করেছিলেন "হিন্দু ও মুসলিম সম্প্রদায় সম্পূর্ণ ভিন্ন দুটি জায়গা থেকে এসেছে। এঁদের দর্শন, সামাজিক রীতিনীতি এবং সাহিত্য সম্পূর্ণ আলাদা।" মডিউলে যুক্তি দেওয়া হয়েছে, ব্রিটিশরা প্রথমে ডোমিনিয়ন মর্যাদা প্রদানের মাধ্যমে ভারতকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিল। কিন্তু কংগ্রেস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

দেশভাগের প্রস্তাব নিয়ে বল্লভ ভাই প্যাটেলের উদ্ধৃতি দিয়ে মডিউলে দাবি করা হয়েছে, ভারতের পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠেছিল। ভারত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। গৃহযুদ্ধের থেকে দেশ ভাগ করা ভালো ছিল।

যদিও মডিউলে উল্লেখ করা হয়েছে মহাত্মা গান্ধী দেশভাগের বিরোধিতা করেছিলেন। তবে তিনি জানিয়েছিলেন, সহিংসতার মাধ্যমে কংগ্রেসের সিদ্ধান্তের বিরোধিতা করবেন না তিনি। অবশেষে জওহরলাল নেহেরু এবং বল্লভ ভাই প্যাটেল দেশ ভাগ মেনে নেন। এরপর ১৯৪৭ সালের ১৪ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে দেশভাগে সম্মত হতে রাজি হন মহাত্মা গান্ধী।

ক্ষমতা হস্তান্তরের দিনক্ষণ এগিয়ে নিয়ে আসার জন্যও মাউন্টব্যাটনকে দায়ী করা হয়েছে মডিউলটিতে। দাবি করা হয়েছে, ১৯৪৮ সালের জুন মাসে ক্ষমতা হস্তান্তরের তারিখ ঘোষণা করেছিলেন মাউন্টব্যাটন। কিন্তু পরবর্তীতে তা ১৯৪৭ সালের আগস্টে করা হয়। উল্লেখ করা হয়েছে, এর ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ১৫ আগষ্টের পর বহু মানুষ জানতোই না তাঁরা ভারতে না পাকিস্তানে আছেন। এনসিইআরটি-এর নতুন মডিউলে নিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস।

দলের মুখপাত্র পবন খেরা বলেছেন, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মডিউল করা হয়েছে। হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের মধ্যে যোগসাজশের কারণে দেশভাগ হয়েছিল। দেশভাগের ধারণাটি প্রথম হিন্দু মহাসভা ১৯৩৮ সালে প্রচার করেছিল। জিন্নাহ ১৯৪০ সালে এটি পুনরাবৃত্তি করেছিলেন।" তিনি এই নতুন মডিউল পুড়িয়ে ফেলারও ডাক দিয়েছেন।

NCERT: দেশভাগের জন্য দায়ী কংগ্রেস, জিন্না এবং মাউন্টব্যাটন! ফের বিতর্কে এনসিইআরটি-র নতুন মডিউল
India Bloc: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ইমপিচমেন্ট' প্রস্তাব আনবে ইন্ডিয়া মঞ্চ
NCERT: দেশভাগের জন্য দায়ী কংগ্রেস, জিন্না এবং মাউন্টব্যাটন! ফের বিতর্কে এনসিইআরটি-র নতুন মডিউল
CPIM: প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে RSS-এর প্রশংসা শহীদদের স্মৃতির প্রতি অসম্মান - CPIM

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in