
পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে সমাজমাধ্যমে মিথ্যে প্রচাররের অভিযোগ। বিজেপি আইটি সেলের বিরুদ্ধে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় অভিযোগ দায়ের করলেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) আইনি সেলের প্রধান।
সম্প্রতি আমেরিকার বোস্টন সফর সেরে ফিরেছেন রায়বেরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এই আবহে কর্ণাটক বিজেপির এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধীকে নিয়ে একটি পোস্ট করা হয়। যেখানে অভিযোগ করা হয়, “রাহুল গান্ধী দেশ ছেড়ে চলে গেলে প্রতিবারই অশুভ ঘটনা ঘটে”। যার নীচে পহেলগাঁও জঙ্গি হামলা, হিন্দু ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।
এই পোস্টের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) আইনি সেলের প্রধান সিএম ধনঞ্জয়া বিজেপি আইটি সেলের বিরুদ্ধে মিথ্যে প্রচার এবং মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন। রাহুল গান্ধীকে অপদস্ত করার উদ্দেশ্যেই এমন পোস্ট বলে দাবি ধনঞ্জয়ার। এমনকি তাঁর আরও অভিযোগ, পহেলগাঁওয়ের ঘটনা থেকে জনগণের মনযোগ সরাতে এবং জাতির অখণ্ডতা রক্ষায় তাদের 'ব্যর্থতা' ঢাকতে বিজেপি ইচ্ছাকৃতভাবে এমন পোস্ট করছে।
এই অভিযোগের ভিত্তিতে হাই গ্রাউন্ডস থানায় বিজেপির আইটি সেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ গোষ্ঠীগুলির মধ্যে শত্রুতা সৃষ্টি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬ এবং ৩৫৩(২) –এর অধীনে মামলা নথিভুক্ত করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন