Lok Sabha: দেশে বেকারত্ব বৃদ্ধিতে উদ্বেগ, লোকসভায় আলোচনা চেয়ে কংগ্রেস সাংসদের নোটিশ

লোকসভায় মূল্যবৃদ্ধির ইস্যুতে একটি বিতর্কের সময় সীতারামন জানান, বিশ্বের বিভিন্ন সংস্থা ভারতের অর্থনীতিকে বেশিরভাগ দেশের তুলনায় উচ্চ স্থান দিয়েছে এবং দেশে মন্দার কোনও লক্ষণ নেই।
কংগ্রেস ছবি প্রতীকী
কংগ্রেস ছবি প্রতীকী ফাইল ছবি ন্যাশনাল হেরাল্ডের সৌজন্যে
Published on

মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার একদিন পরে, কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর মঙ্গলবার সংসদে দেশে বেকারত্বের ইস্যুতে একটি স্থগিতের নোটিশ দিয়েছেন। লোকসভায় এদিন সরকার 'দ্য ওয়াইল্ড লাইফ (প্রোটেকশন) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২১’ আলোচনার জন্য তালিকাভুক্ত করেছে৷ পরিবেশ মন্ত্রী ভূপিন্দর যাদব এই বিলটির বিষয়ে সংসদে তথ্য পেশ করবেন, যাতে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২ সংশোধন করা হয়৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার জানিয়েছিলেন, ভারত এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি যার আর্থিক অবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো।

কংগ্রেস ছবি প্রতীকী
Congress: কাশ্মীর টু কন্যাকুমারী, ২ অক্টোবর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা

লোকসভায় মূল্যবৃদ্ধির ইস্যুতে একটি বিতর্কের সময় সীতারামন জানান, বিশ্বের বিভিন্ন সংস্থা ভারতের অর্থনীতিকে বেশিরভাগ দেশের তুলনায় উচ্চ স্থান দিয়েছে এবং দেশে মন্দার কোনও লক্ষণ নেই।

চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির সাথে ভারতের তুলনা করার সময়, তিনি বলেন, বিভিন্ন সূচক এবং পরিসংখ্যানের ভিত্তিতে, ভারত বিশ্বস্তরে অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল অবস্থায় রয়েছে।

ভারতে খেলাধুলার প্রসারের প্রয়োজনীয়তা এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপগুলির একটি তালিকা রয়েছে৷ মার্চ মাসে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এই প্রশ্নটি উত্থাপন করেছিলেন। এই আলোচনায় বায়োলজিকাল ডায়ভারসিটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১ প্রসঙ্গে যৌথ কমিটির সামনে দেওয়া প্রমাণের রেকর্ডও পেশ করা হবে।

- with inputs from IANS

কংগ্রেস ছবি প্রতীকী
Congress: বেকারত্ব-মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৫ আগস্ট 'প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও' কর্মসূচি কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in