Congress: কাশ্মীর টু কন্যাকুমারী, ২ অক্টোবর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা

এদিন সোনিয়া বলেন, "আমরা এই বছর গান্ধী জয়ন্তীর দিন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো’ পদযাত্রা শুরু করব। আমরা সবাই এতে অংশ নেব।
কংগ্রেসের নব সঙ্কল্প শিবিরে রাহুল গান্ধী
কংগ্রেসের নব সঙ্কল্প শিবিরে রাহুল গান্ধীছবি আইএনসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আগামী ২ অক্টোবর থেকে ‘ভারত জোড়ো’ পদযাত্রায় নামতে চলেছে কংগ্রেস। রবিবার উদয়পুরে ‘চিন্তন শিবির’ থেকে এই ঘোষণা করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। আগামী এক সপ্তাহের মধ্যে দলের অভ্যন্তরীণ সংস্কারের উদ্দেশ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও তিনি এদিন জানিয়েছেন।

রাজস্থানের উদয়পুরে তিন দিনের চিন্তন শিবিরের শেষ দিনে সমাপ্তি ভাষণে সোনিয়া গান্ধী জানিয়েছেন, কংগ্রেস সভাপতিকে প্রতিদিনের কাজকর্মে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা সংস্থাও গঠন করা হবে।

এদিন সোনিয়া বলেন, "আমরা এই বছর গান্ধী জয়ন্তীর দিন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো’ পদযাত্রা শুরু করব। আমরা সবাই এতে অংশ নেব। চাপের মধ্যে থাকা সামাজিক সম্প্রীতির বন্ধনগুলিকে শক্তিশালী করা, আমাদের সংবিধানের মৌলিক মূল্যবোধগুলি সংরক্ষণ করা যা আক্রমণের শিকার, এবং আমাদের কোটি কোটি মানুষের দৈনন্দিন উদ্বেগকে তুলে ধরতে এই যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে।"

কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি আরও বলেন, দলের অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়া চালানোর জন্য একটি কমপ্যাক্ট টাস্ক ফোর্স গঠন করা হবে। কারণ তা অপরিহার্য। উদয়পুরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আলোচনা করা হয়েছে৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সংস্কারগুলি কাঠামো সহ সংগঠনের সমস্ত দিকে খেয়াল রাখবে। দলীয় পদে নিয়োগের নিয়ম, যোগাযোগ ও প্রচার, মানুষের কাছে পৌঁছানো, অর্থ এবং নির্বাচন পরিচালনার জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে। টাস্ক ফোর্সের গঠন আগামী দুই-তিন দিনের মধ্যে করা হবে বলেও তিনি জানিয়েছেন।

গান্ধী বলেন, পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে একটি উপদেষ্টা গোষ্ঠী দলের সামনে আসা রাজনৈতিক সমস্যা এবং চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করার জন্য তার চেয়ারপার্সনের অধীনে নিয়মিত বৈঠক করবে। সোনিয়া জানান, "…(এটি) আমাদের সংকল্প। এটাই আমাদের নবসংকল্প। কংগ্রেসের নতুন উদয় হবে। এটাই আমাদের নবসংকল্প।"

তিনি আরও বলেন, "অবশ্যই আমাদের সিডব্লিউসি থাকবে। যা সময়ে সময়ে মিলিত হবে এবং এটি চলতেই থাকবে। নতুন গ্রুপটি একটি যৌথ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা না হলেও তাঁরা আমাকে সিনিয়র সহকর্মীদের বিশাল অভিজ্ঞতার সুবিধা পেতে সাহায্য করবে। এই বিষয়ে সকলকে খুব শীঘ্রই অবহিত করা হবে।”

কংগ্রেস প্রধান জানিয়েছেন, অন্যান্য পরিকল্পনার মধ্যে জেলা-স্তরের জনজাগরণ অভিযানের দ্বিতীয় পর্যায়, যা আগে চালু করা হয়েছিল, এক মাস পরে ১৫ জুন থেকে আবার শুরু হবে৷ "এই ব্যাপক প্রচার অর্থনৈতিক সমস্যাগুলি, বিশেষ করে ক্রমবর্ধমান বেকারত্ব এবং অসহনীয় মূল্যবৃদ্ধি, যা আমাদের জীবন জীবিকাকে ধ্বংস করছে তাকে তুলে ধরবে৷

- with IANS inputs

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in