
বিহার, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনই বিজেপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পূর্বাঞ্চলের বিহার এবং পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে মরণবাঁচন লড়াই। অন্যদিকে দক্ষিণের কোনও রাজ্যে এখনও পর্যন্ত ক্ষমতা দখল করতে না পারলেও এবার তামিলনাড়ুতেও নিজেদের শক্তি বাড়াতে চাইছে বিজেপি।
তিন রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের দায়িত্বভাগ করে দিল বিজেপি। দলের সভাপতি জে পি নাড্ডা বৃহস্পতিবার বিহার, আসাম এবং তামিলনাড়ুতে প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সমন্বয়ে নতুন কমিটির কথা ঘোষণা করলেন। এদিন জে পি নাড্ডার পক্ষে এই ঘোষণা করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।
বিহার
বৃহস্পতিবারের ঘোষণা অনুসারে, বিহার বিধানসভা নির্বাচন পরিচালনা করার জন্য তৈরি করা কমিটির শীর্ষে আছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর সহায়ক হিসেবে কাজ করবেন কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল ও উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্য।
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তাঁকে সাহায্য করবেন রাজ্যসভা সাংসদ ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
তামিলনাড়ু
তামিলনাড়ুর দায়িত্ব দেওয়া হয়েছে বৈজয়ন্ত পান্ডাকে। তাঁকে সহায়তা করবেন মুরলীধর মোহল।
গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে লড়াই করে অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় ফেরে বিজেপি। এবার তাই বিহারে আরজেডি কংগ্রেসের জোট ভেঙে জয় ছিনিয়ে আনতে তাঁর ওপরেই আস্থা রাখছে বিজেপি। এর আগে প্রধান ওড়িশা, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও গুরুদায়িত্ব পালন করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন