Bihar Polls 25: বৈঠক ফলপ্রসূ - কম আসনেই লড়তে রাজি চিরাগ পাসোয়ানের এলজেপি! শনিবার ঘোষণার সম্ভাবনা

People's Reporter: বৃহস্পতিবার বিজেপি এবং এলজেপির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আলোচনায় ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান ছবি চিরাগ পাসোয়ানের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

চিরাগ পাসোয়ানের এলজেপি (রামবিলাস) এবং বিজেপির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ শনিবার বিস্তারিত ঘোষণা হতে পারে।

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে 'সম্মানজনক' আসনের দাবি জানিয়েছিলেন চিরাগ পাসোয়ান। একাধিক আলোচনাও হয় এনডিএ শিবিরের অন্যান্য শরিক দলগুলির সাথেও। প্রথম থেকেই ৪০-৪৫টি আসনে লড়ার জন্য বিজেপি এবং জেডিইউ-র উপর চাপ বাড়াচ্ছিলেন চিরাগ। সূত্রের খবর, ২৫-২৬টি আসনে লড়তে রাজি হয়েছেন চিরাগ।

বৃহস্পতিবার বিজেপি এবং এলজেপির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আলোচনায় ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সূত্র মারফত জানা গেছে, বৈঠক “ইতিবাচক” ছিল।

এলজেপির দাবি অনুযায়ী, তাদের দখলে থাকা প্রতিটি লোকসভা আসনের জন্য ৮টি বিধানসভা আসন পাওয়া উচিত। পাসোয়ানের দলে বর্তমানে ৫ জন সাংসদ আছেন, তাই দাবি ছিল ৪০টি আসন পাওয়া উচিত।

উল্লেখ্য, ২০২০ বিহার বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা না হবার কারণে এককভাবে লড়াই করে এলজেপি। যদিও সেবার এনডিএ-র এই শরিক দল বিজেপির বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি। কিন্তু জেডিইউ-র বিরুদ্ধে প্রতিটি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। ১৩৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সেবার এলজেপি পায় মাত্র ১ আসন। অন্যদিকে এলজেপি-র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে জেডিইউ থেমে যায় ৪৩ আসনে। যা বিগত দু’দশকে জেডিইউ-র সর্বনিম্ন আসন।

আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে দু'দফায় নির্বাচন। ১৪ নভেম্বর ফলপ্রকাশ হবে।

কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
BJP: ভোটের আগে আসাম বিজেপিতে বড় ধাক্কা! ১৭ নেতাকে নিয়ে দলত্যাগ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
UP: উত্তরপ্রদেশের রাজনীতিতে ফের সক্রিয় মায়াবতী! BSP-র 'মেগা র‍্যালি'র 'ভিড় 'স্পনসরড' দাবি কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in