Chirag Paswan: হিন্দু-মুসলিম বিতর্ক ছেড়ে দেশের অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করা উচিত - চিরাগ পাসোয়ান

People's Reporter: মুসলিমদের রাস্তায় নামাজ পড়ার বিষয়ে যে আলোচনা হচ্ছে তা ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’ এবং ‘ফালতু আলোচনা’। আমি এই ধরণের আলোচনার সঙ্গে সহমত নই। একথা জানিয়েছেন বিজেপি জোটসঙ্গী চিরাগ পাসোয়ান।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান ছবি চিরাগ পাসোয়ানের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on
Summary

* দেশে অনেক সমস্যা আছে। হিন্দু মুসলিম বিতর্ক না করে তা নিয়ে আলোচনা করা উচিত - বক্তা চিরাগ পাসোয়ান।

* তিনি আরও বলেন - এইসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা দেশে, সমাজে উত্তেজনার আবহ তৈরি করছে।

* তিনি বলেন, এই ধরণের আলোচনা সম্প্রদায়গতভাবে এবং মানুষে মানুষে বিভাজন তৈরি করছে।

দেশের সামনে অনেক বড়ো বড়ো সমস্যা আছে। যা নিয়ে আলোচনা হওয়া দরকার। এই সময় মুসলিমদের রাস্তায় নামাজ পড়ার বিষয়ে যে আলোচনা হচ্ছে তা ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’ এবং ‘ফালতু আলোচনা’। আমি এই ধরণের আলোচনার সঙ্গে সহমত নই। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জোটসঙ্গী চিরাগ পাসোয়ান

সম্প্রতি টাইমস নাও-এর এক অনুষ্ঠানে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-র নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে সাম্প্রতিক নামাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তরে চিরাগ স্পষ্ট করে বলেন, ‘এটা অত্যন্ত ফালতু বিষয়। এই বিষয় নিয়ে কোনও আলোচনা হওয়াই উচিত নয়। কারণ এটা সম্পূর্ণ অর্থহীন বিষয়।’

এরপরেই চিরাগ পাসোয়ান বলেন, আমাদের দেশে এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এইসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করছি। যা দেশে, সমাজে উত্তেজনার আবহ তৈরি করছে। কোনও কারণ ছাড়াই সম্প্রদায়গতভাবে এবং মানুষে মানুষে বিভাজন তৈরি করছে। এটা সম্পূর্ণ অর্থহীন বিষয়।

ওই অনুষ্ঠানে চিরাগ পাসোয়ান জানান, মানুষ বহুদিন ধরেই রাস্তায় নামাজ পড়েন। আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা না করতাম তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হিসেবে আমি কী কাজ করেছি? কিন্তু সেসব বিষয় এখন গুরুত্ব হারিয়েছে।

তাঁর দলের জোটসঙ্গী বিজেপিই এই ধরণের কথা বলছে বলে চিরাগ পাসোয়ানকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, আমি এই ধরণের কথা সমর্থন করিনা। আমি একুশ শতকের একজন শিক্ষিত যুবক। আমাদের কখনও কোনও ধর্মীয় বিষয়ের মধ্যে ঢোকা উচিত নয়। কারণ ধর্ম বিশ্বাস যার যার ব্যক্তিগত।

তিনি আরও বলেন, আমি একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম এবং সেখানে তিলক পরে গেছিলাম। কারণ, এটা আমার বিশ্বাস। আমি তোমার ধর্মকে সম্মান করব, কিন্তু আমার ধর্মীয় মূল্যবোধ ভুলে যাব না। কিন্তু এগুলো বন্ধ দরজার আড়ালে করার বিষয়। এটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। অনেক হিন্দুর তো তিলক নেই। তারা কি হিন্দু নয়? এটা ব্যক্তিগত বিশ্বাস। একে সাধারণীকরণের চেষ্টা করা হচ্ছে কেন?

এরপরেই জোটসঙ্গী বিজেপি প্রসঙ্গে চিরাগ বলেন, আমি আমার জোটসঙ্গী প্রসঙ্গেও বলছি তারা যদি এই ধরণের কথা বলে থাকে তাহলে আমি জানাচ্ছি আমি এই ধরণের রাজনীতিতে সহমত নই। আমি বিশ্বাস করি, দেশে অনেক বড়ো বড়ো সমস্যা আছে। হিন্দু মুসলিম নিয়ে এত আলোচনা করার থেকে সেই বিষয়ে আলোচনা করা জরুরি।

কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
Myanmar Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে মৃত্যু মিছিল, এখনও পর্যন্ত মৃত ১৬৪৪
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
Asaram Bapu: ফের ৩ মাসের অন্তর্বর্তী জামিন আশারাম বাপুর! রায় দিতে গিয়ে মতানৈক্য দুই বিচারপতির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in