Chardham Yatra: অক্ষয় তৃতীয়ার দিন শুরু চারধাম যাত্রা! বন্ধ 'রিল' বানানো, আর কী কী পদক্ষেপ প্রশাসনের?

People's Reporter: কেদারনাথ-বদ্রীনাথ পান্ডা সমিতি জানিয়ে দিয়েছে, যাঁরা রিলস ভিডিও, ভ্লগ বানান, এমন ব্যক্তিদের মন্দির পরিসরে ঢুকতে দেওয়া হবে না। যদি কেউ নিয়ম অমান্য করে, কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
চারধাম যাত্রা শুরু
চারধাম যাত্রা শুরুছবি - সংগৃহীত
Published on

অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। এবারের যাত্রায় পূর্ণ্যার্থীদের কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে আরও কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এছাড়া এবারের চারধাম যাত্রায় ভিডিও রিল, ভ্লগার, ইউটিউবারদের বাড়বাড়ন্ত দূর করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

প্রতি বছর চারধাম যাত্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এবছর অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে অর্থাৎ ৩০ এপ্রিল পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের দরজা। ২ মে খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা। বদরীনাথ ধামের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে ৪ মে।

মন্দির সূত্রে খবর, মন্দির পরিসরের ৩০ মিটারের মধ্যে মোবাইল, ক্যামেরা নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। এমনকি কেদারনাথ-বদ্রীনাথ পান্ডা সমিতি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁরা রিলস ভিডিও, ভ্লগ বানান, এমন ব্যক্তিদের মন্দির পরিসরে ঢুকতে দেওয়া হবে না। যদি কেউ নিয়ম অমান্য করে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

এবিষয়ে কেদারনাথ মন্দিরের এক কর্তা রাজকুমার তিওয়ারি জানিয়েছেন, গত বছর চারধাম যাত্রা চলাকালীন রিল বানানো এবং ভ্লগারদের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এবার আগে থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ভাবে, ভিআইপি দর্শনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া যাত্রার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাতে পূণ্যার্থীদের কোনও রকম সমস্যার মুখে যাতে পড়তে না হয়, তাই আশ্রয়কেন্দ্র হিসেবে ১০ টি স্থানকে বেছে নেওয়া হয়েছে। সেগুলি হল - হরিদ্বার, হৃষীকেশ, ব্যাসী, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ, হরবটপুর, বিকাশনগর, বড়কোট এবং ভটওয়াড়ী। এই ১০ টি জায়গায় রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি থাকছে চিকিৎসাব্যবস্থা এবং শৌচালয়।

চারধাম যাত্রা শুরু
Assam Journalist: দ্বিতীয় মামলাতেও জামিন পেলেন আসামের সাংবাদিক, আজ মুক্তির সম্ভাবনা
চারধাম যাত্রা শুরু
Maharashtra: বিভ্রান্তিকর অথবা ভুল সংবাদ পরিবেশন বন্ধ করতে মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা জারি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in