* দ্বিতীয় মামলাতেও জামিন আসামের সাংবাদিকের।
* গত বুধবার তিনি প্রথম মামলায় জামিন পাবার পর অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
* সংবাদমাধ্যমের কন্ঠরোধের প্রতিবাদে আজ গুয়াহাটিতে বিক্ষোভ দেখাবে বিভিন্ন বামপন্থী দল।
দ্বিতীয় মামলাতেও আদালত থেকে জামিন পেলেন আসামের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার। যদিও শুক্রবার জামিন পেলেও এখনও পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাননি। সাংবাদিকের আইনজীবী এ এস তপাদার জানিয়েছেন, আদালত শুক্রবার জামিন মঞ্জুর করলেও বন্ডের কাগজ জমা দেবার সময় পেরিয়ে যাওয়ায় এদিন তিনি মুক্তি পাননি।
সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার আসামের ডিজিটাল মিডিয়া পোর্টাল দ্য ক্রস কারেন্টের সাংবাদিক। যিনি রাজ্যে তাঁর অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য পরিচিত। গত মঙ্গলবার পান বাজার পুলিশ স্টেশনে তাঁকে আটক করা হয়। সম্প্রতি তিনি আসাম কো অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক-এর দুর্নীতি নিয়ে খবর পরিবেশন করেছিলেন। এরপরেই তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে গুয়াহাটি পানবাজার থানার সামনে ধৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে রাতভর ধর্নায় বসেন সাংবাদিকরা।
এরপর বুধবার তিনি আদালত থেকে জামিন পেলেও ছাড়া পাবার আগেই ফের অন্য এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ব্যাঙ্কের এমডি ডোম্বারু শইকিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বিনা অনুমতিতে ব্যাঙ্কের প্রথম তলে প্রবেশ করেছিলেন এবং কিছু কাগজপত্র নেবার চেষ্টা করেছিলেন।
আসামের সাংবাদিকের এই হেনস্থার প্রতিবাদে সরব হয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন, গুয়াহাটি প্রেস ক্লাব, আসাম ওমেন জার্নালিস্ট ফোরাম সহ বিভিন্ন সংগঠন। আজ শনিবার গুয়াহাটিতে বামপন্থী দলগুলির পক্ষে সংবাদমাধ্যমের কন্ঠরোধের প্রতিবাদে এবং অ্যাপেক্স কো-অপারেটিভ ব্যাঙ্কের দুর্নীতির তদন্তের দাবিতে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।
দিলওয়ারের গ্রেপ্তারি প্রসঙ্গে কংগ্রেস নেতা ও সাংসদ গৌরব গগৈ বলেন, সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের একাধিকবার গ্রেপ্তারি এবং তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি কো অপারেটিভ ব্যাঙ্কের দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন। ওই ব্যাঙ্কের চেয়ারম্যান এক বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, আসামের সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিরা হুমকি দিচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন। এই ব্যক্তিরা রাজ্য বিজেপির নতুন সভাপতি দিলীপ সাইকিয়ার উত্থানে অসন্তুষ্ট, কারণ তিনি মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী।”
সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে আসামের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। রাজ্যের বিভিন্ন বামপন্থী সংগঠনের ডাকে গত কদিন ধরেই সাংবাদিক গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ চলে। আগামী ৩০ মার্চ রাজ্যের সাংবাদিকদের নিয়ে এক সভার আহ্বান করেছে গুয়াহাটি প্রেস ক্লাব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন