Chanda Kochhar: ৬৪ কোটির ঘুষকান্ড, ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত ICICI Bank-র প্রাক্তন CEO ছন্দা কোচার

People's Reporter: জানা গেছে ৩০০ কোটি টাকার এক ঋণের অনুমোদন দিতে তিনি ৬৪ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর হবার পরের দিনই দীপক কোচারের সংস্থায় ওই টাকা পাঠানো হয়।
ছন্দা কোচার
ছন্দা কোচারফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ
Published on

দোষী প্রমাণিত হলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ছন্দা কোচার (Chanda Kochhar)। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীন এক অ্যাপিলেট ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করেছে। জানা গেছে ৩০০ কোটি টাকার এক ঋণের অনুমোদন দিতে তিনি ৬৪ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।

সম্প্রতি আদালত জানিয়েছে, ভিডিওকন গ্রুপকে ঋণ পাইয়ে দেবার বিনিময়ে ছন্দা কোচারের স্বামীর সংস্থায় ঘুষের টাকা পৌঁছে যায়। আদালত জানিয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর হবার পরের দিনই দীপক কোচারের সংস্থায় ওই টাকা পাঠানো হয়। আদালত মনে করছে, যে পদ্ধতিতে ওই ৬৪ কোটি টাকা পাঠানো হয়েছে তাতে ঘুষের বিষয়টিই মান্যতা পায়।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ২০১৮ সালে পদত্যাগ করেন ছন্দা কোচার। তাঁর বিরুদ্ধে ভিডিওকন গ্রুপকে ২০১২ সালে ৩,২৫০ কোটি টাকা ঋণ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইডির হাতে গ্রেপ্তার হন ছন্দা কোচারের স্বামী দীপক কোচার এবং পরে জামিন পান। এরপর ২০২২ সালের ২৪ ডিসেম্বর তিনি ও তাঁর স্বামী দীপক কোচার সিবিআই-এর হাতে গ্রেপ্তার হন। যদিও ২০২৩-এর ৯ জানুয়ারি বোম্বে হাই কোর্টে তাঁরা জামিন পেয়ে যান। আদালত জানায়, তাঁদের গ্রেপ্তারি আইন মেনে হয়নি এবং তাঁদের গ্রেপ্তার ক্ষমতার অপব্যবহারের সমান।

অভিযোগ, ২০১২ সালে ICICI ব্যাঙ্কের সিইও থাকাকালীন বেআইনিভাবে ভিডিওকন (Videocon Group) গ্রুপকে ৩,২৫০ কোটি টাকার ঋণের ছাড়পত্র দিয়েছিলেন ছন্দা কোচার। ঋণ পাওয়ার পর (৬ মাসের মধ্যে) দীপক কোচারের কোম্পানি NuPower Renewables-এ ৬৪ কোটি টাকা বিনিয়োগ করে ভিডিওকন গ্রুপ। এসময় ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান ছিলেন ভেনুগোপাল ধুত (Venugopal Dhoot)।

২০১২ সালে ভিডিওকন গ্রুপকে ICICI ব্যাঙ্ক থেকে যে ঋণ দেওয়া হয়, পরবর্তীকালে তা এনপিএ (NPA) হয়ে যায়। পরে জানা যায়, এটি একটি 'ব্যাঙ্ক জালিয়াতি'। এই অভিযোগ ওঠার পরেই ২০১৮ সালে, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক থেকে পদত্যাগ করতে বাধ্য হন ছন্দা কোচার।

এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্ক এবং সেবিকে চিঠি লেখেন ভিডিওকন গ্রুপের শেয়ারহোল্ডার অরবিন্দ গুপ্তা ও ICICI ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে চন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারের বিরুদ্ধে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও সিবিআই (CBI)। এরপর ২০২০-র সেপ্টেম্বরে, দীপক কোচারকে গ্রেফতার করে ইডি।

ছন্দা কোচার
৫ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২০% পর্যন্ত অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা কেন্দ্রের, তালিকায় কোন কোন ব্যাঙ্ক?
ছন্দা কোচার
Bank Fraud: ঋণ জালিয়াতি-কাণ্ডে ICICI ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছর ও তাঁর স্বামী গ্রেফতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in