Census: শুরু হচ্ছে দেশের ১৬ তম জনগণনা, প্রথম দফার কাজ শুরু এই বছরই, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

People's Reporter: ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা সম্ভব হয়নি। এরপর গত পাঁচ বছর ধরে থমকে রয়েছে প্রক্রিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই কাজ ফের শুরু হতে চলেছে। মোদী জমানায় এটাই প্রথম জনগণনা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on
Summary

• প্রকাশিত হল ভারতের ১৬ তম জনগণনার গেজেট নোটিফিকেশন।

• ২০২৭ সালের মার্চ মাস থেকে শুরু হবে জনগণনা। ২০২৮-এ সামনে আসতে পারে তথ্য।

• নিয়ম অনুযায়ী ২০২১ সালে জনগণনার কথা থাকলেও কোভিডের কারণে তা করা সম্ভব হয়নি।

আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার দেশের ১৬ তম জনগণনার (Census) বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশনার (আরজিসিসিআই) মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের তরফে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট দু'টি দফায় চলবে এই প্রক্রিয়া।

সোমবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের মার্চ মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনা। তবে তুষারপাতের কারণে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২০২৬ সালের ১ অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ।

নিয়মানুয়াযী, প্রতি ১০ বছর অন্তর জনগণনা হওয়ার কথা। শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। তারপর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা সম্ভব হয়নি। এরপর গত পাঁচ বছর ধরে থমকে রয়েছে প্রক্রিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই কাজ ফের শুরু হতে চলেছে। মোদী জমানায় এটাই প্রথম জনগণনা।

ঘটনাচক্রে, গত মাসেই জনগণনার সঙ্গে জাতগণনা করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এবারের জনগণনায় প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্যও সংগ্রহ হতে পারে। জানা যাচ্ছে, ২০২৮ সালের মধ্যে সামনে আসতে পারে তথ্য।

সরকারি বিবৃতি জানানো হয়েছে, জনগণনার কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৩৪ লক্ষ গণনাকর্মী ও সুপারভাইজার এবং ১.৩ লক্ষেরও বেশি প্রশাসনিক কর্মী নিয়োগ করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে অত্যাধুনিক ডিজিটাল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, জনগণনায় আনুমানিক খরচ হবে ১৩ হাজার কোটি টাকা। ভারতে বর্তমানে জনসংখ্যা আনুমানিক ১৪০ কোটি। সেই হিসেবে জনপিছু গুনতির কাজে সরকারের ব্যয় হবে ৯০টাকারও বেশি!

দুটি পর্যায়ে এবারের জনগননার পুরো প্রক্রিয়া শেষ হবে। প্রথম ধাপ ‘হাউসলিস্টিং অপারেশন’ বা গৃহতালিকা তৈরির পর্যায়, যেখানে প্রতিটি পরিবারের বসবাসের পরিস্থিতি, সম্পত্তি এবং পরিকাঠামোর মতো তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে ‘জনসংখ্যা গণনা,’ যেখানে ব্যক্তি পর্যায়ে জনসংখ্যার হার, আর্থ-সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রথম জনগণনায় থাকছে নাগরিকদের জন্য সেল্ফ এনুমারেশন-এর সুযোগ। অর্থাৎ নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের এবং পরিবারের সদস্যদের তথ্য নিজেই দিতে পারবেন নাগরিকরা। ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ইতিমধ্যেই স্ব-গণনা (SE) পোর্টাল নামে একটি ওয়েব-ভিত্তিক পোর্টাল তৈরি করেছে। তবে, তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য সংগ্রহ, প্রেরণ এবং সংরক্ষণের সময় উন্নত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হবে।

Keywords: India Census 2027, 16th National Census, Census Notification India, Population Survey India, Government Census Update

প্রতীকী ছবি
Maharashtra: পুনেতে পর্যটকদের নিয়ে সেতু ভেঙে পড়ার ঘটনার নিন্দা করে সরকারের জবাব চাইল কংগ্রেস
প্রতীকী ছবি
Caste Census: হেডলাইন পাওয়া গেছে, ডেডলাইন কোথায়? জাতিগত জনগণনার সময়সীমা নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in