Census 2027: ২০২৭-এ জনগণনা - দু'পর্যায়ের গণনার প্রথম পর্ব শুরু ২৬-এর এপ্রিলে, হবে জাতিগত গণনাও

People's Reporter: শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ২০২৭-এ জনগণনার জন্য সরকার ১১,৭১৮ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২১ সালে জনগণনা হবার কথা থাকলেও সেইসময় তা করা হয়নি।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবগ্রাফিক্স আকাশ
Published on

অবশেষে দেশের জনগণনায় সবুজ সংকেত। আগেই ঠিক হয়েছিল ২০২৭ সালে দেশে জনগণনা করা হবে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ২০২৭-এ জনগণনার জন্য সরকার ১১,৭১৮ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২১ সালে জনগণনা হবার কথা থাকলেও সেইসময় তা করা হয়নি।

২০২৭ সালে দু’পর্যায়ে দেশের জনগণনা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২০২৬-এর এপ্রিল থেকে সেপ্টেম্বর প্রথম দফায় বাড়ির তালিকা এবং বাড়ি গণনা হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় জনগণনা (Population Enumeration - PE) শুরু হবে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকের পর একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি আরও জানান, আবহাওয়ার এবং বরফপাতের কারণে লাদাখ, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের কিছু অঞ্চল, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অঞ্চলে জনগণনার কাজ ২০২৬-এর সেপ্টেম্বর মাসেই করা হবে। এই প্রথম জনগণনার কাজ ডিজিটালি করা হবে বলেও তিনি জানিয়েছেন।

শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে জনগণনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে পৌরোহিত্য করেছেন।

জনগণনার কাজে ৩০ লক্ষ কর্মীকে যুক্ত করা হবে। তথ্য সংগ্রহের জন্য বিশেষ একটি মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে এবং সেই অ্যাপের মাধ্যমেই কেন্দ্রীয়ভাবে পুরো বিষয়টির দেখাশোনা করা হবে বলেও তিনি জানিয়েছেন। সেন্সাস অ্যাজ এ সার্ভিস (Census-as-a-Servie - CaaS)-এর মাধ্যমে সমস্ত মন্ত্রককে স্বচ্ছ, মেশিন পাঠযোগ্য তথ্য সরবরাহ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এই জনগণনার সঙ্গেই জাতিভিত্তিক গণনাও (Caste Data) সম্পন্ন করা হবে। দ্বিতীয় পর্যায়ে জনগণনার সময় এই গণনা করা হবে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Census: শুরু হচ্ছে দেশের ১৬ তম জনগণনা, প্রথম দফার কাজ শুরু এই বছরই, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Caste Census: হেডলাইন পাওয়া গেছে, ডেডলাইন কোথায়? জাতিগত জনগণনার সময়সীমা নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in