২০২৬-এর দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) পরীক্ষা শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। সিবিএসই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হতে পারে। তবে সম্ভাব্য এই তারিখ এখনও চূড়ান্ত নয়। এবারের পরীক্ষায় অংশ নেবে প্রায় ৪৫ লক্ষ ছাত্রছাত্রী।
সিবিএসই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা নেওয়া হবে নিম্নলিখিত ভাবে -
দশম ও দ্বাদশ-এর মূল পরীক্ষা
দ্বাদশ শ্রেণীর স্পোর্টস স্টুডেন্টসদের পরীক্ষা
দশম শ্রেণীর সেকেন্ড বোর্ড পরীক্ষা
দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষা
সিবিএসই বিজ্ঞপ্তিতে জানিয়েছে সারা ভারতে এবং ভারতের বাইরের ২৬টি দেশে ৪৫ লক্ষ ছাত্রছাত্রী দশম ও দ্বাদশ শ্রেণীতে ২০৪টি বিষয়ে এই পরীক্ষা দেবে। এই সময়ের মধ্যে লিখিত পরীক্ষা ছাড়াও প্র্যাক্টিকাল (Practical), মূল্যায়ন (Evaluation) এবং ফলাফল পরবর্তী (Post-result processes) প্রক্রিয়া চলবে।
সিবিএসই জানিয়েছে, নির্ধারিত বিষয়ের পরীক্ষার ১০ দিন পরে ওই পরীক্ষাপত্রের মূল্যায়ন হবে এবং তা আনুমানিক ১২ দিনের মধ্যে শেষ করা হবে।
যদিও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপাতত এই তারিখ ঠিক করা হলেও তা এখনও চূড়ান্ত নয়। সমস্ত স্কুল থেকে পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা আসার পর চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষিত হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন