সোমবার থেকেই কর্ণাটকে শুরু হয়েছে সামাজিক ও শিক্ষাগত জরিপ, যা সাধারণভাবে 'জাতিগত জনগণনা' নামে পরিচিত। তবে গ্রেটার বেঙ্গালুরুতে এই প্রক্রিয়া শুরু হতে সময় লাগবে বলে জানা যাচ্ছে।
বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের সংখ্যা নির্ধারণ করে তাদের সংখ্যার যথাযথ তথ্য সংগ্রহ করা এই গণনা। কর্ণাটকে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন এই জাতিগণনা পরিচালনা করবে, যা ৭ অক্টোবর পর্যন্ত চলবে। তবে বেঙ্গালুরুতে এখনই এই প্রক্রিয়া চালু হবে না। এলাকায় প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতির কারণে জরিপ কিছুটা বিলম্বিত হতে পারে।
রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের ৭ কোটি মানুষকে এই জরিপের আওতায় আনা হবে। এতে সরকারি বিদ্যালয়ের ১.৭৫ লাখ শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।
৪২০ কোটি টাকা ব্যয়ের এই জরিপে ৬০টি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি পরিবারকে বিদ্যুৎ মিটার নম্বর ব্যবহার করে জিও-ট্যাগ করা হবে এবং একটি ইউনিক হাউসহোল্ড আইডি (UHID) দেওয়া হবে। KYC সমস্যার সমাধানের জন্য মুখ-পরিচয় শনাক্তকরণের অ্যাপ ব্যবহার করা হবে।
যারা এই প্রক্রিয়া চলাকালীন বাড়িতে উপস্থিত থাকতে পারবেন না তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁরা হেল্পলাইন 8050770004-এ যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে জরিপ সম্পন্ন করতে পারেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন