Karnataka: কর্ণাটকে শুরু জাতিগত জনগণনা, বেঙ্গালুরুতে এখনই হচ্ছে না এই প্রক্রিয়া!

People's Reporter: রাজ্যের প্রায় ২ কোটি পরিবারে ৭ কোটি মানুষকে এই জরিপের আওতায় আনা হবে। এতে সরকারি বিদ্যালয়ের ১.৭৫ লাখ শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ফাইল ছবি, দ্য নিউজ মিনিটের সৌজন্যে
Published on

সোমবার থেকেই কর্ণাটকে শুরু হয়েছে সামাজিক ও শিক্ষাগত জরিপ, যা সাধারণভাবে 'জাতিগত জনগণনা' নামে পরিচিত। তবে গ্রেটার বেঙ্গালুরুতে এই প্রক্রিয়া শুরু হতে সময় লাগবে বলে জানা যাচ্ছে।

বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের সংখ্যা নির্ধারণ করে তাদের সংখ্যার যথাযথ তথ্য সংগ্রহ করা এই গণনা। কর্ণাটকে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন এই জাতিগণনা পরিচালনা করবে, যা ৭ অক্টোবর পর্যন্ত চলবে। তবে বেঙ্গালুরুতে এখনই এই প্রক্রিয়া চালু হবে না। এলাকায় প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতির কারণে জরিপ কিছুটা বিলম্বিত হতে পারে।

রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের ৭ কোটি মানুষকে এই জরিপের আওতায় আনা হবে। এতে সরকারি বিদ্যালয়ের ১.৭৫ লাখ শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।

৪২০ কোটি টাকা ব্যয়ের এই জরিপে ৬০টি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি পরিবারকে বিদ্যুৎ মিটার নম্বর ব্যবহার করে জিও-ট্যাগ করা হবে এবং একটি ইউনিক হাউসহোল্ড আইডি (UHID) দেওয়া হবে। KYC সমস্যার সমাধানের জন্য মুখ-পরিচয় শনাক্তকরণের অ্যাপ ব্যবহার করা হবে।

যারা এই প্রক্রিয়া চলাকালীন বাড়িতে উপস্থিত থাকতে পারবেন না তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁরা হেল্পলাইন 8050770004-এ যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে জরিপ সম্পন্ন করতে পারেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
'দুর্ভাগ্যজনক' - আমেদাবাদ বিমান দুর্ঘটনায় পাইলটদের দিকে আঙুল তোলায় মন্তব্য সুপ্রিম কোর্টের
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
Bihar Polls 25: ছট পুজোর পর বিহারে তিন দফায় ভোট হবার সম্ভাবনা! আনুষ্ঠানিক ঘোষণা এই মাসেই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in