By Election: আন্টা কেন্দ্রে পালাবদল, উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিল কংগ্রেস!

People's Reporter: কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন মোট ভোট পেয়েছেন ৬৯,৫৭১টি। যার মধ্যে পোস্টাল ব্যালটে ভোট ১০৯ এবং ইভিএম ভোট ৬৯,৪৬২টি। মোট ৩৭.৯৪ শতাংশ ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী।
প্রমোদ জৈন ভায়ার
প্রমোদ জৈন ভায়ারছবি - প্রমোদ ভায়ার ফেসবুক ওয়াল
Published on

শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি ৬ রাজ্যের ৮ কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। যার মধ্যে রাজস্থানের আন্টা কেন্দ্রে বিজেপিকে ১৫,৬১২ ভোটে হারিয়ে জয়ী হল কংগ্রেস। বিজেপির জেতা আসন ছিনিয়ে নিল হাত শিবির।

কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন মোট ভোট পেয়েছেন ৬৯,৫৭১টি। যার মধ্যে পোস্টাল ব্যালটে ভোট ১০৯ এবং ইভিএম ভোট ৬৯,৪৬২টি। মোট ৩৭.৯৪ শতাংশ ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী মরপাল সুমন মোট ৫৩,৯৫৯টি ভোট পেয়েছেন। যার মধ্যে ৯১টি পোস্টাল ভোট এবং ইভিএম-এ ৫৩,৮৬৮টি ভোট পেয়েছেন। শতাংশের হার ২৯.৪৩।

২০২৩ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী কানওয়ার লাল মীনা। তিনি মোট ৮৭,৩৯০ ভোট পেয়েছিলেন। কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন পেয়েছিলেন ৮১,৫২৯ ভোট। ২০০৫ সালের একটি ফৌজদারি মামলায় একজন সরকারি কর্মচারীকে রিভলবার দিয়ে হুমকি দেওয়া এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগে সম্প্রতি দোষী সাব্যস্ত হন কানওয়ার লাল মীনা। ফলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়।

এছাড়া জম্মু ও কাশ্মীরের বুদগাম কেন্দ্রে জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আগা সৈয়দ মুনতাজির মেহদি জয়ী হয়েছেন। তিনি ৪,৪৭৮ ভোটে পরাজিত করেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী আগা সৈয়দ মাহমুদ আল-মোসাভিকে।

জম্মু ও কাশ্মীরের নাগরোটা কেন্দ্রে ২৪৬৪৭ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেব্যানি রানা। তিনি পরাজিত করেছেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির হর্শ দেব সিং-কে।

মিজোরামের ডাম্পা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছেন মিজো ন্যাশনাল ফ্রন্টের আর লালথাংলিয়ানা। তাঁর প্রাপ্ত ভোট ৬৯৮১। তিনি ৫৬২ ভোটে পরাজিত করেছেন জোরাম পিপলস মুভমেন্টের ভানলালসাইলোভাকে।

পাঞ্জাবের তরণ তারাণ কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী হরমীত সিং সান্ধু শিরোমনি অকালি দলের সুখবিন্দর কৌরকে ১২০৯১ ভোটে পরাজিত করেছেন। তেলেঙ্গানার জুবিলি হিলস কেন্দ্রে বিআরএস-কে ২৪,৭২৯ ভোটে পরাজিত করেছে কংগ্রেস।

প্রমোদ জৈন ভায়ার
'নির্বাচনের আগেই কেন দেশে বিস্ফোরণ হয়?' - সিদ্দারামাইয়ার মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপির
প্রমোদ জৈন ভায়ার
Delhi Blast: 'কাউকে ছাড় নয়, ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব' - দিল্লি বিস্ফোরণে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in