
সমস্ত বহুজন সমাজ পার্টি কর্মীকে কংগ্রেসে যোগ দেবার আহ্বান জানালেন কংগ্রেস নেতা উদিত রাজ। উত্তরপ্রদেশের এই কংগ্রেস নেতা গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিএসপি কর্মীদের কাছে এই আবেদন রেখেছেন। তাঁর এই সাংবাদিক সম্মেলনের কিছুক্ষণ আগেই বিএসপি-র সমস্ত পদ থেকে তাঁর ভাইপো আকাশ আনন্দকে অপসারিত করেন।
আকাশ আনন্দকে সমস্ত দলীয় পদ থেকে অপসারিত করার পরে উদিত রাজ বলেন, এখনই সমস্ত বিএসপি কর্মীর কংগ্রেসে যোগ দেওয়া উচিত। কারণ মায়াবতী নিজেই নিজের রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টিকে শেষ করছেন। এই দলে থেকে দলিত অথবা অন্যান্য পিছিয়ে পড়া জনজাতির জন্য আর কিছুই করা সম্ভব নয়।
কংগ্রেস নেতা আরও বলেন, আমি এর আগে ১৭ ফেব্রুয়ারি এই কথা বলেছিলাম। আমি তখনই জানিয়েছিলাম মায়াবতী নিজেই নিজের দলা গলা কাটছেন। সমাজের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং তাঁকে ত্যাগ করা উচিত। আমার এই বক্তব্যের জন্য আমাকে হুমকিও দেওয়া হয়। কিন্তু আজ নিশ্চই সকলে বুঝতে পারছেন যে আমি সেদিন সঠিক কথা বলেছিলাম।
উদিত রাজ বলেন, আজ মায়াবতী আকাশ আনন্দকে বিএসপি-র সমস্ত পদ থেকে অপসারিত করেছেন। যখন কেউ নিজেই নিজের ক্ষতি করতে চায় তখন কে তাকে আটকাতে পারে? এই মুহূর্তে বিএসপি সম্পূর্ণ লক্ষ্যহীন ভাবে পথ চলছে। সংবিধান রক্ষা করার কোনও লড়াইতে বিএসপি নেই। এমনকি দলিতদের বিরুদ্ধে অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে বিএসপি-র কোনও প্রতিবাদ নেই। বেসরকারীকরণের বিরুদ্ধেও বিএসপি-র কোনও বক্তব্য নেই।
তিনি মায়াবতীর কড়া সমালোচনা করে বলেন, এই কারণেই আমি সমস্ত বিএসপি কর্মীদের বলছি তারা কংগ্রেসে যোগদান করুন। কংগ্রেসকে শক্তিশালী করুন। আমার আগের বক্তব্যে যারা অসন্তুষ্ট হয়েছিলেন তারা এখন নিশ্চই বুঝতে পারছেন যে আমি শুধুমাত্র তাদের সতর্ক করার জন্য ওই কথা বলেছিলাম।
তবে এবারেই প্রথম নয়। এর আগেও মায়াবতী তাঁর ভাইপোকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করেছিলেন। ২০২৪ সালের ৭ মে আকাশ আনন্দকে আচমকাই দলের সমস্ত পদ থেকে অপসারিত করেছিলেন। যদিও লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ফের তাঁকে পদে ফেরান। এই নিয়ে দ্বিতীয়বার তিনি তাঁর ভাইপোকে দলীয় পদ থেকে সরিয়ে দিলেন। যে বৈঠক থেকে আকাশ আনন্দকে অপসারিত করা হয়েছে ওই বৈঠকেই তাঁর বাবা আনন্দ কুমার এবং দলের রাজ্য সভা সাংসদ রামজী গৌতমকে বিএসপি-র জাতীয় সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল বিএসপি-র বৈঠক থেকে আকাশ আনন্দের পাশাপাশি তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থকেও দল থেকে বহিষ্কার করেন। মায়াবতীর অভিযোগ, এঁরা দুজনেই দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত।
২০২৩ সালের ১০ ডিসেম্বর আকাশ আনন্দকে নিজের উত্তরসূরী হিসেবে ঘোষণা করেছিলেন বহুজন সমাজ পার্টি তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী। যদিও গতকালের বৈঠকে তিনি জানিয়েছেন, তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দলে তাঁর কোনও উত্তরাধিকারী নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন