Bihar: ভোট পেতে বিশেষ ট্রেন ভাড়া করে ভোটারদের বিহারে ফেরাচ্ছে বিজেপি! বিস্ফোরক কপিল সিব্বল

People's Reporter: কপিল সিব্বলের অভিযোগ, গত ৩ নভেম্বর হরিয়ানা থেকে ৬০০০ যাত্রী নিয়ে বিশেষ ট্রেন বিহারে আসে। রেলমন্ত্রকের কাছে এই ট্রেন চালানোর কারণ জানতে চেয়েছেন কপিল সিব্বল।
কপিল সিব্বল
কপিল সিব্বলফাইল চিত্র - সংগৃহীত
Published on

বিহার নির্বাচনে ভোট পাওয়ার লক্ষ্যে ভিন রাজ্যে থাকা বিহারীদের বিশেষ ট্রেনে রাজ্যে ফেরানো হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কবিল সিব্বল। উৎসবের মরসুমে পর্যাপ্ত পরিমাণ ট্রেন না চালিয়ে ঠিক ভোটের আগেই কেন বিশেষ ট্রেন দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিহারে প্রথম দফার নির্বাচন হয়েছে গত ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর। কপিল সিব্বলের অভিযোগ, গত ৩ নভেম্বর হরিয়ানা থেকে ৬০০০ যাত্রী নিয়ে বিশেষ ট্রেন বিহারে আসে। রেলমন্ত্রকের কাছে এই ট্রেন চালানোর কারণ জানতে চেয়েছেন কপিল সিব্বল।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে কপিল সিব্বল বলেন, ভোট পাওয়ার লক্ষ্যে বিজেপি সমর্থকদের বাইরের রাজ্য থেকে বিহারে বিশেষ ট্রেনে ফেরানো হয়েছে। এটা স্পষ্ট যে তাঁরা বিজেপির লোক এবং তাঁরা জানিয়েছেন ট্রেনের খরচ বিজেপি দিয়েছে। এটি জনপ্রতিনিধিত্ব আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, "গতকাল, যখন আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম, তখন আমি জানিয়েছিলাম যে ৩ নভেম্বর সকাল ১০টা, ১১টা, বিকেল ৩টে এবং বিকেল ৪টের সময় চারটি ট্রেন বিহারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রায় ৬,০০০ যাত্রী ছিল। আমি বলেছিলাম যে বিজেপির নির্দেশে এটি করা হয়েছিল। উৎসবের জন্য হরিয়ানা থেকে বিহারে লোকদের নিয়ে যাওয়ার জন্য ট্রেন চালান ঠিক আছে। কিন্তু যখন উৎসব শেষ হয়ে যায়, তখন ৬,০০০ মানুষকে পরিবহনের উদ্দেশ্য কী ছিল?"

রবিবার রেলের তরফ থেকে জানানো হয়, এই উৎসবের মরসুমে ১২,০০০ বিশেষ ট্রেন চলছে। যার মধ্যে ১০,৭০০টি নির্ধারিত এবং এবং প্রায় ২০০০টি অনির্ধারিত। এছাড়া ভিড় নিয়ন্ত্রণের জন্য রেল দফতর অতিরিক্ত ট্রেন চালিয়ে থাকে।

কংগ্রেস সাংসদ আরও বলেন, রেলওয়ে ২ নভেম্বর রাত ৯:১৪ মিনিটে একটি বিজ্ঞপ্তি জারি করে, ৩ নভেম্বর অতিরিক্ত ভিড় কমাতে চারটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দেয়। তারা কীভাবে জানত যে অতিরিক্ত ভিড় হবে? ২৯ অক্টোবর, ৩০ অক্টোবর, ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর, ২ নভেম্বর ভিড় ছিল। তারা জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে।

কপিল সিব্বল
Bihar Polls 25: ভোটের ৩ দিন পরেও পুরুষ মহিলা ভোটদানের হার কেন প্রকাশ করেনি কমিশন? প্রশ্ন তেজস্বীর
কপিল সিব্বল
Mohan Bhagwat: সরকারকে নিরামিষ প্রোজেক্ট করার ডাক, যে হিন্দুরা মাংস খায় তাঁদের চিকিৎসার দাবি ভাগবতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in