UP: উত্তরপ্রদেশে এবার বিজেপি কার্যালয়ে চললো বুলডোজার! প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ গেরুয়া শিবির

People's Reporter: গত ১৭ ডিসেম্বর বালিয়া পুরসভার আধিকারিকরা বুলডোজার নিয়ে পার্টি অফিস ভাঙার কাজ শুরু করেন। যা নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপির জেলা সহ-সভাপতি সুরেন্দ্র সিং।
UP: উত্তরপ্রদেশে এবার বিজেপি কার্যালয়ে চললো বুলডোজার! প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ গেরুয়া শিবির
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

উত্তরপ্রদেশে এবার বিজেপি পার্টি অফিসেই বুলডোজার চললো। প্রশাসনের এই পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ বিনা নোটিশে ভাঙচুর করা হয়েছে। যদিও প্রশাসনের দাবি, কার্যলয়টি অবৈধ ছিল।

বিরোধী দল থেকে দেশের সুপ্রিম কোর্ট - বুলডোজার নীতির জেরে সর্বত্র সমালোচিত হয়েছে উত্তরপ্রদেশ সরকার। এবার সেই উত্তরপ্রদেশেই বিজেপি পার্টি অফিসেই চললো বুলডোজার। ঘটনাটি ঘটেছে বালিয়ার ইন্দিরা নগরে। অভিযোগ, সরকারি জমি দখল করে বিজেপির পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল। অবৈধ বলেই কার্যালয়টি ভাঙা পড়েছে।

গত ১৭ ডিসেম্বর বালিয়া পুরসভার আধিকারিকরা বুলডোজার নিয়ে পার্টি অফিস ভাঙার কাজ শুরু করেন। যা নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপির জেলা সহ-সভাপতি সুরেন্দ্র সিং। পুরসভার কাজে একদমই খুশি নন তিনি। তাঁর অভিযোগ, কার্যলয়টি অবৈধ হলে আগে থেকে নোটিশ দেওয়া দরকার। বিনা নোটিশে বুলডোজার চালানো হয়েছে, যা অন্যায়।

তিনি এও বলেন, সমাজবাদী পার্টির আমলেও কার্যালয়টি ভাঙা হয়েছিল। কিন্তু প্রতিবাদ করায় কার্যালয় ফের নির্মাণ করা হয়। উল্লেখ্য, রাজ্যের পাশাপাশি এই পুরসভাটিও বিজেপির দখলে।

বালিয়া মিউনিসিপালিটির এক্সিকিউটিভ অফিসার সুভাষ কুমার জানান, ওই জায়গাটি একটি পার্ক করার জন্য বরাদ্দ ছিল। তার জন্যই দখলমুক্ত করা হয়েছে। কোনও রাজনৈতিক দলের পার্টি অফিস বানানোর জন্য জায়গাটি ছিল না।

UP: উত্তরপ্রদেশে এবার বিজেপি কার্যালয়ে চললো বুলডোজার! প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ গেরুয়া শিবির
জয়পুরে সিএনজি ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত বেড়ে ১৪, আহত বহু, রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
UP: উত্তরপ্রদেশে এবার বিজেপি কার্যালয়ে চললো বুলডোজার! প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ গেরুয়া শিবির
Priyanka Gandhi Vadra: রাহুল কাউকে ধাক্কা দেয়নি, বিজেপি ভুয়ো এফআইআর করেছে - প্রিয়াঙ্কা গান্ধী বঢরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in