অধিবেশন চলাকালীন বিধানসভাতে বসেই নীলছবি দেখছেন BJP বিধায়ক! ভিডিও ভাইরাল

ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলালের চোখ তখন তাঁর হাতের মোবাইলের দিকে। মোবাইলে একটা ভিডিও চলছে। দেখা যাচ্ছে তিনি 'নীলছবি' দেখছেন।
বিধায়ক যাদবলাল নাথ
বিধায়ক যাদবলাল নাথছবি সংগৃহীত

বিধানসভা চলাকালীন মোবাইলে 'নীলছবি' দেখে বিতর্কে জড়ালেন ত্রিপুরার বিজেপি বিধায়ক যাদবলাল নাথ। বিধায়কের ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা বিধানসভায় তখন অধিবেশন চলছে। কিন্তু ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলালের চোখ তখন তাঁর হাতে থাকা মোবাইলের দিকে। মোবাইলে একটা ভিডিও চলছে। যেখানে 'নীলছবি' চলছে। বিধানসভার অধিবেশন চলাকালীন একজন বিধায়ক কীভাবে নীলছবি দেখতে পারেন? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ভিডিও শেয়ার করেছেন ফ্যাক্ট ফাইন্ডিং সংস্থা অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর। এই ভিডিওর তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, "লজ্জাজনক ঘটনা। এইধরণের জনপ্রতিনিধি থাকলে আমাদের ভবিষ্যৎ কী হবে?" আবার কারো কটাক্ষ, "সংস্কারি বিজেপির সংস্কারি এমএলএ।" একজন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখেন, "বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।" যদিও এই নিয়ে বিধায়কের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর বিধায়কের কাছে পুরো বিষয়টি জানতে চেয়েছে বিজেপি।

তবে এই ধরণের ঘটনা নতুন নয়। এর আগেও বিধানসভায় বিজেপির দুই মন্ত্রী নীলছবি দেখতে গিয়ে ধরা পড়েছিলেন। ঘটনাটি ঘটেছিল ২০১২ সালে। কর্ণাটকে বিধানসভা অধিবেশন চালকালীন দুই মন্ত্রী মোবাইলে নীলছবি দেখছিলেন। ওই ঘটনার পর দু'জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। পরে আবার পদ ফিরে পেয়েছিলেন তাঁরা। মন্ত্রীদের সাফাই ছিল, শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভিডিও দেখছিলেন।

বিধায়ক যাদবলাল নাথ
Vacancy: বিভিন্ন সরকারি সংস্থায় শূন্যপদ প্রায় ১০ লক্ষ, সর্বাধিক রেলে - সংসদে জানালো কেন্দ্র
বিধায়ক যাদবলাল নাথ
পঞ্চায়েত মামলা সুপ্রিম কোর্টে! ভোট ঘোষণা ৭ দিন রুখতে হাই কোর্টে আর্জি শুভেন্দুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in