

দেশজুড়ে বিভিন্ন সরকারি সংস্থায় ১০ লক্ষের কাছাকাছি শূন্যপদ। বুধবার সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। গতকাল মন্ত্রী জানান, ১ মার্চ, ২০২১-এর তথ্য অনুসারে এই শূন্যপদের হিসেব দেওয়া হয়েছে।
মন্ত্রীর লিখিত জবাব অনুসারে মোট ৯.৭৯ লক্ষ শূন্যপদের মধ্যে সর্বাধিক পদ আছে রেলওয়েতে। যার সংখ্যা ২.৯৩ লক্ষ।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং সংস্থাগুলির প্রয়োজন অনুসারে শূন্যপদগুলি সৃষ্টি হওয়া এবং পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া।
লিখিত উত্তরে মন্ত্রী জানিয়েছেন, "সরকার ইতিমধ্যেই সমস্ত মন্ত্রক/বিভাগকে শূন্য পদগুলি সময়মতো পূরণ করার জন্য নির্দেশ জারি করেছে৷ ভারত সরকার কর্তৃক আয়োজিত রোজগার মেলাগুলি আরও কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।"
রেলওয়ে ছাড়াও, প্রতিরক্ষা (বেসামরিক) বিভাগে ২.৬৪ লক্ষ শূন্য পদ, স্বরাষ্ট্র দপ্তরে ১.৪৩ লক্ষ শূন্য পদ, ডাক বিভাগে ৯০,০৫০ শূন্যপদ, রাজস্ব দপ্তরে ৮০,২৪৩টি শূন্যপদ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ২৫,৯৩৪টি শূন্যপদ, অ্যাটমিক এনার্জি বিভাগে ৯,৪৬০টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী জিতেন্দ্র সিং। ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন অনুসারে তিনি এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন