Kerala: প্রতিশ্রুতি দিয়েও কাজ হয়নি, ক্ষোভ উগরে গেরুয়া শিবির ছেড়ে CPIM-এ যোগ বিজেপি নেতার

People's Reporter: বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলত্যাগ করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় মুখ এ কে নাশির। তিনি বলেন, বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনো কাজই করেনি।
এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্ব
এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্বছবি - সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনের আগে কেরালা বিজেপিতে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে সিপিআইএম-এ যোগ দিলেন কেরালা বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক এ কে নাসির। ৩০ বছর ধরে বিজেপির হয়ে লড়াইয়ের পর শিবির বদল করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ এ কে নাসির।

দলত্যাগী এই নেতা ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় মুখ। তিনি বলেন, বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনো কাজই করছে না। একাধিক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। বিগত ৩ বছর ধরে নিজের দলবদল নিয়ে বহু চিন্তার পর সিপিআইএমকে বেছে নিয়েছি।

কেরালার তিরুবনন্তপুরমের একেজি ভবনে নাসির সিপিআইএম কেরালার রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনের উপস্থিতিতে সিপিআইএম-এ যোগদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম নেতা এম স্বরাজও।

উল্লেখ্য, কেরালাতে বিজেপির প্রভাব কার্যত নেই বললেই চলে। তার মধ্যে সংখ্যালঘু এক নেতার সিপিআইএম-এ যোগদান কিছুটা হলেও বিজেপির কাছে ধাক্কা। যদিও বিজেপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্ব
Haryana: সাধারণ কর্মী থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রী! কেমন ছিল এই BJP নেতার রাজনৈতিক যাত্রাপথ?
এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্ব
মিডিয়া প্রাইমটাইমে ইলেক্টোরাল বন্ডের আলোচনা যাতে না আসে, তাই তড়িঘড়ি CAA লাগু - কটাক্ষ ইয়েচুরির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in