
বিজেপি শাসিত উত্তরপ্রদেশে থানার মধ্যেই হেনস্থার শিকার হলেন দলিত বিজেপি নেতা। ইতিমধ্যেই এই ঘটনায় ৪ পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। বিজেপির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তফসিলি জাতি মোর্চার নেতা মনোজ পাসিকে প্রয়াগরাজের ঝুনসি থানায় মারধরের অভিযোগ ওঠে।
এক সংবাদমাধ্যমে মনোজ পাসি বলেন, 'আমার ভাই নিজের জমিতে পাঁচিল দিচ্ছিল। তা নিয়ে তার প্রতিবেশী আপত্তি জানান এবং থানায় অভিযোগ করেন। পুলিশ বাড়ি এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি আমাকে এবং আমার ভাইকে গালাগালি দিতে থাকে। বুধবার দুপুর ১২টার দিকে থানায় গিয়েছিলাম জানতে যে কাজ বন্ধ করার কোনও লিখিত নির্দেশ আছে কিনা।'
বিজেপি নেতা জানান, 'আমি পুলিশকে বললাম কেন আমাদের গালাগালি দেওয়া হল? তখনই এসএইচও উপেন্দ্র প্রতাপ সিং, সাব-ইন্সপেক্টর সন্তোষ সিং এবং আরও চারজন পুলিশ কর্মী আমাকে থানার একটি ঘরে টেনে নিয়ে যায় এবং এত নির্মমভাবে মারধর করে যে আমি অজ্ঞান হয়ে যাই। পরে জানতে পারি কয়েকজন পুলিশকর্মী আমাকে হাসপাতালে ভর্তি করান।'
মনোজের আরও অভিযোগ, 'ওইদিন রাতেই ডিসিপি অভিষেক ভারতীর কাছে পুরো বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কারুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। শুধু ৪ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এসএইচও-র বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ডিসিপি জানিয়েছেন মহাকুম্ভের কারণে এসএইচওকে অপসারিত করা হয়নি।'
শুধু মনোজ নন, তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। বিজেপি নেতার স্ত্রী জানান, আমার স্বামী ঠিক আছেন কিনা তা জানতে থানায় গিয়েছিলাম। তখন একজন সাব-ইনস্পেক্টর আমার হাত থেকে ফোন কেড়ে নেন। আমার হাতও মুচড়ে দেন।
রাজ্য বিজেপি এসসি মোর্চার সভাপতি রামচন্দ্র কানৌজিয়া এই ঘটনার নিন্দা করে জানান, 'মনোজ পাসি কোনও অপরাধ করেননি। কিন্তু তারপরেও তাঁকে এমনভাবে মারধর করা হয় যা একজন অপরাধীর সাথেও হয় না। আমরা চুপ করে থাকব না যতক্ষণ না দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে একজন দলিতকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। এর শেষ দেখে ছাড়ব।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন