UP: ১৫ টাকার জন্য বৃদ্ধ দোকানদারকে হেনস্থা বিজেপি কাউন্সিলরের, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

People's Reporter: এই ঘটনার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে বৃদ্ধ দোকানদারকে হুমকি দিয়ে দেখা যায় ওই বিজেপি কাউন্সিলরকে।
UP: ১৫ টাকার জন্য বৃদ্ধ দোকানদারকে হেনস্থা বিজেপি কাউন্সিলরের, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

মাত্র ১৫ টাকার সিগারেটের জন্য বৃদ্ধ দোকানদারকে হেনস্থা করলেন কানপুরের বিজেপি কাউন্সিলর ও তার অনুগামীরা। দিলেন হুমকিও। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা ক্ষোভ উগরে দিয়েছেন। (যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

উত্তরপদেশের কানপুরের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কানপুরের চাকেরি অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর ভবানী শংকর ও তাঁর অনুগামীরা স্থানীয় অজয় রায় গুপ্তার দোকান থেকে ৩০ টাকা মূল্যের সিগারেট কেনেন। অথচ টাকা দেওয়ার সময় মাত্র ১৫ টাকা দেন। বৃদ্ধ দোকানদার তাঁর প্রাপ্য ১৫ টাকা চাইলে বিজেপি কাউন্সিলর ও তাঁর অনুগামীদের হাতে তাঁকে নিগৃহীত হতে হয়।

এই ঘটনার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে বৃদ্ধ দোকানদারকে হুমকি দিতে দেখা যায় ওই বিজেপি কাউন্সিলরকে। ১৫ টাকার জন্য দোকানদারকে জেলে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান কাউন্সিলর ভবানী শংকর। এমনকি দোকানদারের সঙ্গে জোর করে বচসায় জড়ান ওই কাউন্সিলরের অনুগামীরা। দোকানদারের বিরুদ্ধে বেআইনিভাবে ‘গাঁজা’ বিক্রি করারও অভিযোগ করেন ভবানী শংকর। যদিও এই ঘটনায় কোনও পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

তবে সোশ্যাল মিডিয়ায় ওই বচসার ভিডিও প্রকাশের পরে ব্যক্তিগতভাবে ওই বৃদ্ধ দোকানদারকে পাশে নিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেন বিজেপি কাউন্সিলর। সেই ভিডিওতে দুই পক্ষই যাবতীয় সমস্যা মিটমাট করে নিয়েছেন বলে দাবি করেছেন ভবানী। স্থানীয় পুলিশের তরফেও জানানো হয়েছে, দুই পক্ষকে থানায় ডেকে পাঠানো হয়েছিল এবং পুলিশের হস্তক্ষেপ এড়াতে দুই পক্ষ নিজেদের মধ্যে ঝামেলার নিষ্পত্তি করে নিয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় এভাবে বৃদ্ধ দোকানদারকে হেনস্থার ভিডিও দেখে নেটনাগরিকরা উত্তরপ্রদেশে যোগী রাজত্বে বিজেপি নেতাদের ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

-With IANS Inputs

UP: ১৫ টাকার জন্য বৃদ্ধ দোকানদারকে হেনস্থা বিজেপি কাউন্সিলরের, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
NewsClick: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ গ্রেফতার
UP: ১৫ টাকার জন্য বৃদ্ধ দোকানদারকে হেনস্থা বিজেপি কাউন্সিলরের, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
Press Freedom: নিউজক্লিক-এ পুলিশি হানা - আজ দিল্লীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in