Manipur: রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বীরেন সিং

People's Reporter: কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বীরেন সিং বলেন, আপনাদের শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। মানুষের জীবন রক্ষা ও সম্পত্তি রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল"।
Manipur: রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বীরেন সিং
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

গত বছর ৩ মে থেকে মণিপুরে চলতে থাকা জাতিগত হিংসা প্রতিহত করা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর মতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু জীবন ও সম্পত্তি রক্ষার বদলে শুধুমাত্র পর্যবেক্ষণই করে যাচ্ছে বাহিনী।

রবিবার প্রথম ব্যাটেলিয়ন মণিপুর রাইফেলস প্যারেড গ্রাউন্ডে রাজ্যের ৫২ তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখছিলেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের অখণ্ডতা রক্ষা করার জন্য মোতায়েন করা হয়েছিল। মানুষের জীবন রক্ষা ও সম্পত্তি রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল"।

সম্প্রতি মণিপুরের টেংনোপাল জেলার মোরেহ এবং বিষ্ণুপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই অঞ্চলগুলিতে বেশ কয়েকবার সন্দেহভাজন জঙ্গি আক্রমণ হয়েছে। যার জেরে সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন নিরাপত্তা রক্ষীরাও।

কেন্দ্রীয় বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন বীরেন সিং। পাশাপাশি তিনি জানান, যারা রাজ্যের অখণ্ডতাকে নষ্ট করতে চায় তাদের জেনে রাখা দরকার যে রাজ্যের মানুষ যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ হতে পারে। নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা উচিত না।

ওই অনুষ্ঠান থেকেই রাজ্যের উন্নয়ন নিয়েও বলতে শোনা যায় বীরেন সিং-কে। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য জেলাগুলির উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে। মূলত শিক্ষ প্রতিষ্ঠানের মানোন্নয়ন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা ইত্যাদি। সরকার গত ৫ বছর ধরে পাহাড়ে উন্নয়ন কাজ চলছে। কিন্তু গত বছরের ৩ মে থেকে কিছু ঘটনার জন্য উন্নয়ন ব্যাহত হয়েছে।

Manipur: রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বীরেন সিং
Kerala: রামমন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী - রাষ্ট্র ও ধর্মকে আলাদা করে দেখা উচিত, জানালেন বিজয়ন
Manipur: রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বীরেন সিং
স্ত্রীকে বেনিয়মে চাকরি পাইয়ে দিয়েছেন! SSC-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে বহিষ্কারের নির্দেশ হাইকোর্টের
Manipur: রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বীরেন সিং
Tamilnadu: রাম মন্দির অনুষ্ঠানের সম্প্রচারে বাধা - সীতারামনের অভিযোগে শীর্ষ আদালতে কী জানালো DMK?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in