Bihar SIR: বিহারে নির্বাচন কমিশনের তালিকায় মৃত দুই ভোটারকে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির যোগেন্দ্র যাদব

People's Reporter: সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চে দুই ব্যক্তিকে হাজির করে যোগেন্দ্র যাদব বলেন, এঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকায় নাম নেই। কিন্তু এঁরা জীবিত।
যোগেন্দ্র যাদব
যোগেন্দ্র যাদব গ্রাফিক্স - আকাশ
Published on

বিহারের ভোটার তালিকায় দুই ব্যক্তিকে মৃত বলে জানিয়েছিলো নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই দুই তথাকথিত মৃত ব্যক্তিকে নিয়ে সরাসরি শীর্ষ আদালতে হাজির হলেন সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব। কয়েকদিন আগেই বিহারের বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR)-এর পর প্রকাশিত তালিকায় এই দুই ব্যক্তিকে মৃত বলে জানিয়েছিলো নির্বাচন কমিশন। মঙ্গলবারের পর বুধবারেও এই মামলার শুনানি চলবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের সামনে ওই দুই ব্যক্তিকে হাজির করে যোগেন্দ্র যাদব বলেন, এই দুই ব্যক্তিকে দেখুন। এঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। এঁদের নাম ভোটার তালিকায় নেই। কিন্তু এঁরা জীবিত, এঁদের দেখুন।

বিষয়টিকে নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী রাকেশ দ্বিবেদী ‘নাটক’ বলে দাবি করলেও বিচারপতি জয়মাল্য বাগচী যোগেন্দ্র যাদবকে উদ্দেশ্য করে জানান, সম্ভবত অসাবধানতাবশত এই ভুল হয়েছে। কিন্তু আপনার পর্যবেক্ষণ সঠিক।

এদিনই বিহারের এসআইআর-কে চ্যালেঞ্জ করে করা এক গুচ্ছ পিটিশনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। এই শুনানি চলাকালীন যোগেন্দ্র যাদব ওই দুই ব্যক্তিকে নিয়ে বিচারপতিদের সামনে উপস্থিত হন। উল্লেখ্য, তিনিও একজন আবেদনকারী।

এদিন যোগেন্দ্র যাদব আদালতের সামনে বলেন, ভারতের ইতিহাসে এই প্রথম এরকম কোনও এসআইআর হচ্ছে যেখানে ভোটার তালিকায় কোনও নাম যুক্ত হয়নি। যাদব বলেন, কমিশন নাকি সারা রাজ্য ঘুরেছে। অথচ নাম যুক্ত করতে হবে এরকম একজনকেও পাওয়া যায়নি। আমরা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ভোটাধিকার কেড়ে নেবার প্রয়াস প্রত্যক্ষ করছি। ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে কখনও এই ধরণের ঘটনা ঘটেনি। অনুমান, এই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে।

এই মামলায় মূল আবেদনকারীদের মধ্যে আছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। এডিআর-এর মতে, এসআইআর-এ ইচ্ছেমত এবং যথাযথ পর্যবেক্ষণ ছাড়াই লক্ষ লক্ষ নাগরিককে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। এই ধরণের ঘটনা ঘটলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ব্যাহত হবে।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট আদালতকে জানানো হয়, ১ আগস্ট প্রকাশিত বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন তার জবাবে আদালতকে আশ্বস্ত করে জানায়, নোটিশ ও শুনানির সুযোগ না দিয়ে এবং উপযুক্ত কর্তৃপক্ষের যুক্তিসঙ্গত আদেশ ছাড়া বিহারের খসড়া ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়া হবে না।

যোগেন্দ্র যাদব
'আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না!' বিহার SIR মামলায় কমিশনের সঙ্গে সহমত সুপ্রিম কোর্ট
যোগেন্দ্র যাদব
SIR বিরোধিতায় নির্বাচন সদন অভিযান ব্যারিকেড করে আটকালো পুলিশ, রাহুল-প্রিয়াঙ্কা সহ বিরোধী সাংসদরা আটক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in