Bihar Polls: শারীরিক, মানসিকভাবে অসুস্থ নীতিশ কুমার, রাজ্য চালাচ্ছে আমলা ও চাটুকররা - প্রশান্ত কিশোর

People's Reporter: প্রশান্ত কিশোর এদিন সাংবাদিকদের বলেন, বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রীর এমনই অবস্থা যে তিনি রাজ্যের মন্ত্রীদের নাম মনে রাখতে পারছেন না। কিন্তু তিনি ক্ষমতা ভোগ করে চলেছেন।
প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমার
প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমারফাইল ছবি সংগৃহীত
Published on

বিহারের আইনশৃঙ্খলার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। বুধবার চাঞ্চল্যকর এই দাবি করেছেন জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। অতীতে প্রশান্ত কিশোরের সঙ্গে মধুর সম্পর্ক থাকলেও বর্তমানে নীতিশ-প্রশান্ত সম্পর্ক আদায় কাঁচকলায়।

বুধবার বিহারের সিওয়ানে জন সূরজ পার্টির এক সমাবেশ ছিল। এই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, এই মুহূর্তে বিহার চালাচ্ছে চার থেকে পাঁচজন আমলা এবং কয়েকজন চাটুকার মন্ত্রী।

প্রশান্ত কিশোর এদিন সাংবাদিকদের বলেন, বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রীর এমনই অবস্থা যে তিনি রাজ্যের মন্ত্রীদের নাম মনে রাখতে পারছেন না। কিন্তু তিনি ক্ষমতা ভোগ করে চলেছেন, কারণ বিহারে শিক্ষক বা পুলিশ কনস্টেবল হওয়ার জন্য আপনাকে মেডিকেল পরীক্ষা পাস করতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর হতে গেলে এই ধরণের কোনও বাধ্যবাধকতা নেই। এই পরিস্থিতিতে, অপরাধের হার বৃদ্ধি মোটেও আশ্চর্যজনক কোনও বিষয় নয়।

আরও একবার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার প্রশ্ন উড়িয়ে দিয়ে প্রশান্ত কিশোর এদিন সাংবাদিকদের জানান, বিহারের জন্য ভালো রাস্তা, উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কিছু সময় অপেক্ষা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে রাজ্যে সবথেকে বেশি প্রয়োজন উন্নত শিক্ষাব্যবস্থা।

প্রশান্ত কিশোর আরও বলেন, বিহারের মানুষ নীতিশ কুমারের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। একইভাবে নীতিশের মুখ্য প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদব সম্পর্কেও তাঁরা বীতশ্রদ্ধ। এই পরিস্থিতিতে জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারের মানুষ ‘পরিবর্তনের জন্য’ ভোট দেবেন।

২০১৫ সালে নীতিশ কুমারের জেডিইউ এর জন্য নির্বাচনী উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা। নির্বাচনে ভালো হওয়ার পরেই প্রশান্ত কিশোরকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। গুরুত্বের নিরিখে যে পদ রাজ্যের মন্ত্রীপদের সমতুল ছিল। ২০১৮ সালে তাঁর অতি ঘনিষ্ঠ প্রশান্ত কিশোরকে জেডিইউ-এর সহ সভাপতি করেন নীতিশ কুমার। যদিও এর দু’বছরের মধ্যে নীতিশের সঙ্গে মতান্তরের কারণে জেডিইউ থেকে বহিষ্কৃত হন প্রশান্ত কিশোর। পরবর্তী সময়ে তিনি নিজের দল জন সূরজ পার্টির প্রতিষ্ঠা করেন।

প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমার
Bihar Elections: আরসিপি সিং-এর পর প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টিতে প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিং
প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমার
Nitish Kumar: বিহার বিধানসভা ভোটের পরেই নীতিশ কুমারের সম্মানজনক বিদায়? বিজেপি নেতার মন্তব্যে জল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in