
আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবং সাতটি রাজ্য বিধানসভা আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪৭০ জন আধিকারিক নিয়োগ করবে নির্বাচন কমিশন। এই ৪৭০ জন অফিসারের মধ্যে ৩২০ জন আইএএস, ৬০ জন আইপিএস এবং ৯০ জন আইআরএস, আইসিএএস ও আইআরএএস।
বিহারের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে বিহার যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর বিহার সফরের আগে আগামী ৩ অক্টোবর তিনি দিল্লির দ্বারকাতে নির্বাচন কমিশনার সুখবীর সিং সাঁধু ও বিবেক জোশীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।
বিহারের ২৪৩ আসনে বিধানসভা নির্বাচন ছাড়াও ওড়িশার নুয়াপাড়া, মিজোরামের ডাম্পা, তেলেঙ্গানার জুবিলি হিলস, রাজস্থানের আন্তা, ঝাড়খন্ডের ঘাটশিলা, পাঞ্জাবের তরণতারণ ও জম্মু ও কাশ্মীরের নাগরোটা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিনিয়রিটি এবং প্রশাসনিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এঁরা স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার বিষয়ে নজর রাখবেন। এছাড়াও খরচ সংক্রান্ত পর্যবেক্ষক হিসেবে যাদের নিয়োগ করা হবে তাঁরা প্রার্থীদের নির্বাচনী খরচের বিষয়ে নজরদারি চালাবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন