
বিহারে নির্বাচন ঘোষিত হয়ে গেলেও এখনও পর্যন্ত মহাজোটের আসনরফা চূড়ান্ত করতে পারেননি মূল শরিকদল আরজেডি নেতা তেজস্বী যাদব। এই মুহূর্তে তিনি এবং লালুপ্রসাদ যাদব দিল্লিতে আছেন এবং কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হবার কথা। অন্যদিকে এদিনই নিজেদের আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে এনডিএ শিবির। পাশাপাশি আরজেডি-র দুই বিধায়কের ইস্তফা আরও চাপ বাড়িয়েছে তেজস্বী যাদবের ওপর।
রবিবারই আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র দাবি করেছেন, মহাজোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে। শরিকদের সঙ্গে আলোচনাও হয়ে গেছে। সোমবারই এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। যদিও সময় যত এগোচ্ছে ততই চাপ বাড়ছে মহাজোটের প্রধান শরিক আরজেডি-র ওপর।
সূত্র অনুসারে, কংগ্রেসকে ৪৮ আসন ছাড়ার কথা বলা হলেও ৭৮ আসনের দাবিতে অনড় কংগ্রেস। জানা যাচ্ছে, কংগ্রেস শেষ পর্যন্ত ৫৫ থেকে ৫৮ আসনে সমঝোতা করতে পারে। সেক্ষেত্রেও গতবারের তুলনায় ১২ বা ১৫টি আসন কংগ্রেসকে ছাড়তে হবে। ২০২০ বিধানসভা নির্বাচনে ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস জয়ী হয় ১৯ আসনে।
আরজেডির আসন সমঝোতা নিয়ে জটের মাঝেই রবিবার নওয়াদার বিধায়ক বিভা দেবী এবং রাজাউলির বিধায়ক প্রকাশ বীর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিধানসভার স্পিকার নন্দ কিশোর যাদবের কাছে তাঁরা তাদের পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। বিহারের গয়ায় গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত ছিলেন আরজেডি-র এই দুই বিক্ষুব্ধ বিধায়ক। তখনই জানা গেছিল, বিধানসভা নির্বাচনের মুখে তাঁরা দলত্যাগ করতে পারেন। সূত্র অনুসারে, ইস্তফা দেবার পর তাঁরা জেডিইউ অথবা বিজেপিতে যোগ দিতে চলেছেন।
জানা গেছে, আরজেডি-র প্রস্তাবিত প্রার্থী তালিকাতে এবারে এই দুই বিধায়কের নাম রাখা হয়নি। বিশেষ করে বিভা দেবীর স্বামী, প্রাক্তন বিধায়ক রাজ বল্লভ যাদব সম্প্রতি পাটনা হাইকোর্টের নির্দেশে এক পকসো মামলায় ছাড়া পেয়েছেন। বেশ কয়েকবছর তিনি জেলে ছিলেন। এছাড়াও গত লোকসভা নির্বাচনে যাদব পরিবারের এক সদস্যকে মনোনয়ন না দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এর পরেই বিনোদ যাদব আরজেডি ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে নওয়াদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মহাজোটে আসন নিয়ে মতানৈক্যর মাঝেই রবিবার মহাজোটের শরিক মুকেশ সাহানীর ভিআইপি গোপালপুর আসন থেকে নিজের দলের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় মহাজোটের মধ্যে তিক্ততা বাড়বে। এদিনই মুকেশ সাহানি জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে গোপালপুর কেন্দ্র থেকে ভিআইপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেমসাগর, যিনি ডব্লু যাদব নামেও পরিচিত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন