বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের আসন সমঝোতা সেরে ফেললো এনডিএ শিবির। রবিবার এক এক্স বার্তায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যদিও, এবার আর নীতিশ কুমারের জেডিইউ বিহারে বড়ো ভাই নয়, বরং বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে লড়াই করতে চলেছে।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তিন ছোটো শরিকের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ করে ফেলেছে। ৪০ থেকে ৪৫ আসনের দাবিতে অনড় থাকা চিরাগ পাসোয়ানের এলজেপি (রামবিলাস) শেষ পর্যন্ত ২৯ আসনে লড়াই করতে সম্মত হয়েছেন। অন্যদিকে জিতন রাম মাঝির হ্যাম এবং উপেন্দ্র কুশহাওয়ার রাষ্ট্রীয় লোকতান্ত্রিক মোর্চা লড়াই করবে ৬টি করে আসনে। বাকি ২০২ আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ ১০১ টি করে আসনে লড়াই করবে।
২০২০ বিধানসভা নির্বাচনে জেডিইউ ১১৫ এবং বিজেপি ১১০ আসনে লড়াই করেছিল। সেবার এনডিএ শরিক হিসেবে এলজেপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। সেবার বিজেপি জয়ী হয় ৭৪ আসনে এবং জেডিইউ জয়ী হয় ৪৩ আসনে। এলজেপি এককভাবে ১৪৩ আসনে লড়াই করে জয়ী হয় ১ আসনে।
রবিবার বিহারের এনডিএ শিবিরের আসন সমঝোতা নিয়ে ট্যুইট করেন জেডিইউ কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা। এরপর একই বক্তব্য জানান উপেন্দ্র কুশহাওয়া, চিরাগ পাসোয়ান এবং বিহার বিজেপি সভাপতি দিলীপ জয়সোয়াল।
এদিন এক এক্স বার্তায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান জানান, এনডিএ-র আসন রফা সম্পূর্ণ হয়েছে। এনডিএ-র সমস্ত শরিক দলের নেতা ও কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও অন্যান্যরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন