
বিহার নির্বাচনের আগে শাসক এনডিএ-তে ভাঙন। শুক্রবার তেজস্বী যাদবের উপস্থিতিতে এনডিএ শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ‘লন্ঠন’ পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন আরজেডিতে।
আরজেডিতে যে চার নেতা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জেডিইউ-র প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়াহা, প্রাক্তন বিধায়ক রাহুল শর্মা, জেডিইউ-র প্রভাবশালী প্রাক্তন সাংসদ গিরিধারী প্রসাদ যাদবের পুত্র চাণক্যপ্রসাদ রঞ্জন এবং এলজেপি-(রামবিলাস) নেতা অজয় কুশওয়াহা। বিশেষ করে বাঁকার গিরিধারী প্রসাদের পরিবারের যোগদানকে তেজস্বী শিবিরের বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এর মধ্যেই এনডিএ জোটের অন্দরে আরও চাপ তৈরি হয়েছে শনিবার। দ্বারভাঙ্গা জেলার আলিনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক মিশ্রীলাল যাদব দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অভিযোগের সুরে তিনি বলেছেন, “এনডিএ-তে দলিত ও অনগ্রসরদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না।” সূত্রের খবর, তিনিও শীঘ্রই আরজেডিতে যোগ দিতে পারেন। উল্লেখ্য, মিশ্রীলাল ২০২০ সালে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র টিকিটে জিতেছিলেন। পরে যোগ দেন বিজেপিতে।
অন্যদিকে, আলিনগর আসনে এবার বিজেপি জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুরকে প্রার্থী করতে পারে বলে জল্পনা। তবে এনডিএ-র মধ্যে আসন বণ্টন নিয়ে এখনো চূড়ান্ত সমাধান হয়নি। বিজেপির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, ২৪৩টি আসনের মধ্যে জেডিইউ পাবে ১০২, বিজেপি ১০১, এলজেপিআর ২৫। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝীর হিন্দুস্তান আওয়ামি মোর্চা (হাম) পাবে ৮ এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম পাবে ৭টি আসন। কিন্তু চিরাগ পাসওয়ান এবং জিতনরাম মাঝী দুজনেই নিজেদের দলের জন্য বাড়তি আসনের দাবিতে অনড় রয়েছেন।
এই অবস্থায় বিহারে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে শনিবার বিকেলে এনডিএ-র সহযোগী দলগুলির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর।
এদিকে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ২৪৩টি আসনে দু’দফায় ভোটগ্রহণ হবে প্রথম দফা ৬ নভেম্বর, যেখানে ১২১টি আসনে ভোট হবে; দ্বিতীয় দফা ১১ নভেম্বর, বাকি ১২২টি আসনে ভোট। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে এবং স্ক্রুটনি হবে ১৮ অক্টোবর। প্রথম দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর এবং দ্বিতীয় দফার জন্য ২০ অক্টোবর। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। গণনা হবে ১৪ নভেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন