প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। তাতে অনুপস্থিত এনডিএ শিবিরের অন্যতম প্রধান জোটসঙ্গী তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রবিবারের এই ঘটনায় নীতিশ কুমারের অনুপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঠিক কী কারণে খোদ পাটনায় প্রধানমন্ত্রীর রোড শোতে মুখ্যমন্ত্রী অনুপস্থিত তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা এখনও পর্যন্ত মেলেনি। সূত্র অনুসারে এদিন নীতিশ কুমার জেডিইউ প্রার্থীর প্রচারে ব্যস্ত ছিলেন। বিহারের নির্বাচনী প্রচারে এই প্রথম প্রধানমন্ত্রীর কোনও প্রচারে নীতিশ কুমার অনুপস্থিত থাকলেন।
অসমর্থিত সূত্র অনুসারে, নীতিশ কুমার অসুস্থতার জন্য এদিনের রোড শোতে উপস্থিত থাকতে পারেননি। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একাধিক সভায় তাঁর অসংলগ্ন বক্তব্য সাধারণ মানুষ ভালোভাবে নেননি। অন্যদিকে, মোকামা থেকে অনন্ত সিং-কে প্রার্থী করে নিজেই বেশ চাপে আছেন নীতিশ কুমার। সম্প্রতি মোকামায় জন সূরজ পার্টির এক নেতার হত্যাকান্ডের পর বিহারের রাজনৈতিক মহলে যথেষ্ট জলঘোলা হয়েছে। এনডিএ নেতৃত্ব বিহারের লালু আমলের জঙ্গলরাজের যে অভিযোগ বিভিন্ন নির্বাচনী সভায় করছে, মোকামার ঘটনার পর তা উল্টে এনডিএ-র দিকেই ধেয়ে এসেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
নিহত জন সূরজ নেতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ তাঁর হত্যাকান্ডের সঙ্গে সরাসরি যুক্ত অনন্ত সিং। ইতিমধ্যেই জন সূরজ নেতা দুলার চাঁদ যাদবের হত্যাকান্ডে গ্রেপ্তার করা হয়েছে মোকামার জেডিইউ প্রার্থী ও চার বারের বিধায়ক অনন্ত সিং-কে। তাঁর সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী মণিকান্ত ঠাকুর ও রাজেশ রামকে। আপাতত তাঁদের দু’সপ্তাহের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোডশোতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অনুপস্থিতিতে সরব হয়েছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় রোডশোর ছবি শেয়ার করে কংগ্রেস লিখেছে, "এখন স্পষ্ট যে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হবেন না। নির্বাচনের প্রথম পর্বের আগেই নীতিশ কুমার খেলার বাইরে।" পাটনার বাসিন্দারা জিজ্ঞাসা করছেন, "মুখ্যমন্ত্রী কোথায়?"
তবে নীতিশ কুমার অনুপস্থিত থাকলেও এদিন প্রধানমন্ত্রী মোদীর রোড শোতে উপস্থিত ছিলেন জেডিইউ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং। পাটনার দীনকর চক থেকে শুরু করে এই রোড শো শেষ হয় গান্ধী ময়দানের কাছে উদ্যোগ ভবনের সামনে। মূলত পাটনা থেকে বিজেপির তিন প্রার্থী নীতিন নবীন (বাঁকিপুর), সঞ্জীব চৌরাসিয়া (দিঘা) এবং রাম কৃপাল যাদবের (দানাপুর) সমর্থনে এদিন রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন