Bihar Polls 25: মহাজোটে জট কাটলেও ১২ কেন্দ্রে জোট শরিকদের 'বন্ধুত্বপূর্ণ লড়াই'

People's Reporter: ১২ আসনে মহাজোটের বিভিন্ন শরিক দল একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই শরিকদের মধ্যে আছে আরজেডি, কংগ্রেস, সিপিআই, ভিআইপি এবং আইআইপি। এইসব আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে।
রাহুল গান্ধী ও তেজস্বী যাদব
রাহুল গান্ধী ও তেজস্বী যাদবফাইল চিত্র
Published on

বিহারে মহাজোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পূর্ণ মিটে গেলেও নির্বাচনী লড়াইতে ১২টি আসনে মহাজোটের বিভিন্ন শরিক দল একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই শরিকদের মধ্যে আছে আরজেডি, কংগ্রেস, সিপিআই, ভিআইপি এবং আইআইপি। মহাজোটের পক্ষ থেকে এইসব আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলেও জানানো হয়েছে। এর মধ্যে একটি আসনে আরজেডি-র পক্ষ থেকে লিখিত ভাবে প্রার্থী প্রত্যহারের কথা জানানো হলেও ওই কেন্দ্রের আরজেডি পূর্বঘোষিত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।

যেসব আসনে মহাজোটের শরিকরা নিজেদের মধ্যেই ‘বন্ধুত্বপূর্ণ’ প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে আছে সিকান্দ্রা, কাহালগাঁও, সুলতানগঞ্জ, বৈশালী, নারকাটিয়াগঞ্জ, রাজা পাকার, কারগাহার, বিহার শরীফ, বাছওয়াড়া, চইনপুর, গৌড়া বউরাম এবং বেলাদউর।

এই সব কেন্দ্রের মধ্যে সিকান্দ্রা, কাহালগাঁও, সুলতানগঞ্জ, বৈশালী, নারকাটিয়াগঞ্জ, কেন্দ্রে লড়াইয়ের ময়দানে অন্যান্য প্রার্থী ছাড়াও লড়াইয়ের ময়দানে থেকে গেছেন আরজেডি ও কংগ্রেস প্রার্থীরা।

রাজা পাকার, কারগাহার, বিহার শরীফ, বাছওয়াড়া – এই চার কেন্দ্রে অন্যান্য প্রার্থী ছাড়াও লড়াইয়ের ময়দানে থেকে গেছেন মহাজোট সঙ্গী সিপিআই ও কংগ্রেস।

চইনপুর ও গৌড়া বউরাম কেন্দ্রে মহাজোটের আরজেডি ও ভিআইপি প্রার্থীরা লড়াইয়ের ময়দানে থেকে গেছেন। যদিও গৌড়া বউরাম কেন্দ্রে আরজেডি লিখিতভাবে প্রার্থী প্রত্যাহারের কথা জানালেও ওই কেন্দ্রের আরজেডি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে অস্বীকার করেন। জানা গেছে, ওই কেন্দ্রে আরজেডি নেতা তেজস্বী যাদব মহাজোটের ঘোষিত ভিআইপি প্রার্থীর হয়ে প্রচার করবেন।

বেলদুর কেন্দ্রে মহাজোটের কংগ্রেস ও আইআইপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেছেন।

২০২০ বিধানসভা নির্বাচনে এই ১২ কেন্দ্রের ফলাফল -

২০২০ বিহার বিধানসভা নির্বাচনে সিকান্দ্রা কেন্দ্রে হ্যাম প্রার্থী প্রফুল্ল কুমার মাঝি কংগ্রেসের সুধীর কুমারকে ৫,৫০৫ ভোটে পরাজিত করেন। সেবার এই কেন্দ্রে এলজেপি ভোট পেয়েছিল ১০,৭০৩। যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল। ওই কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে সুভাষ চন্দ্র বোস পেয়েছিলেন ১৮,১০৫ ভোট। যিনি এবার জন সূরজ পার্টির প্রার্থী হয়েছেন।

কাহালগাঁও কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে ৪২,৮৯৩ ভোটের ব্যবধানে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী পবন কুমার যাদব। এবার এনডিএ-র আসন ভাগাভাগিতে এই কেন্দ্র গেছে জেডিইউ-র কাছে।

২০২০-র নির্বাচনে সুলতানগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী লালন কুমারকে পরাজিত করে ১১,৫৬৫ ভোটে জয়ী হয়েছিলেন জেডিইউ প্রার্থী ললিত নারায়ণ মণ্ডল।

বৈশালী কেন্দ্রে ২০২০ সালে জেডিইউ প্রার্থী ৭,৪১৩ ভোটে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন। সেবার এই কেন্দ্রে এলজেপি প্রার্থী পেয়েছিল ৩৩,৩৫১ ভোট।

নারকাটিয়াগঞ্জ কেন্দ্রে ২০২০ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী ২১,১৩৪ ভোটে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন।

রাজাপাকার কেন্দ্রে ২০২০-র নির্বাচনে কংগ্রেস প্রার্থী ১,৭৯৬ ভোটে জেডিইউ প্রার্থীকে পরাজিত করেন। সেবার এই কেন্দ্রে সিপিআই-এর কোনও প্রার্থী ছিলনা। যদিও এলজেপি এই কেন্দ্রে ভোট পেয়েছিল ২৪,৬৮৯।

কারগাহার কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী জেডিইউ-কে হারিয়ে জয়ী হয়েছিলেন ৪,০৮৩ ভোটে। সেবার এই কেন্দ্রে সিপিআই প্রার্থী ছিল না।

বিহার শরীফ কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ১৫,১০২ ভোটে আরজেডি প্রার্থীকে পরাজিত করেন। এবার এই কেন্দ্র কংগ্রেসকে ছেড়েছে আরজেডি। যদিও সিপিআই এই কেন্দ্রে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে।

বাছওয়াড়া কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে মাত্র ৪৮৪ ভোটে পরাজিত হন সিপিআই প্রার্থী। সেবার এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী না থাকলেও এবার মহাজোটের ঘোষিত সিপিআই প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস। গত নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের বিদ্রোহী নির্দল প্রার্থী ৩৯,৮৭৮ ভোট পেয়েছিলেন। এবার তিনিই এই কেন্দ্রের ঘোষিত কংগ্রেস প্রার্থী।

চইনপুর কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বিএসপি প্রার্থী ২৪,২৯৪ ভোটে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শেষ করেছিলেন চতুর্থ স্থানে। এবার এই কেন্দ্র মহাজোটের পক্ষ থেকে আরজেডি-র খাতায় থাকলেও এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে মুকেশ সাহানির ভিআইপি।

গৌড়া বউরাম কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে এনডিএ শরিক ভিআইপি ৭,২৮০ ভোটে আরজেডি প্রার্থীকে পরাজিত করেন। এবার এই কেন্দ্র প্রথমে আরজেডি-র থাকলেও পরে তা জোটসঙ্গী ভিআইপি-কে ছেড়ে দেয় আরজেডি এবং লিখিতভাবে সেকথা জানানো হয়। যদিও আরজেডি প্রার্থী আফজল আলি খান মনোনয়ন প্রত্যাহার করতে রাজী হননি। ফলে এই কেন্দ্রে বিজেপি ছাড়াও লড়াই হবে মহাজোটের দুই শরিকের মধ্যে।

বেলদুর কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী ৫,১০৮ ভোটে জেডিইউ প্রার্থীর কাছে পরাজিত হন।

রাহুল গান্ধী ও তেজস্বী যাদব
Bihar Polls 25: এনডিএ শাসনকালে বিহারে মাফিয়া রাজ এবং জঙ্গল রাজ চলছে - বৃন্দা কারাত
রাহুল গান্ধী ও তেজস্বী যাদব
Bihar Polls 25: 'নির্বাচনের আগে বা পরে কোনও জোটে যাব না' - লিখিত প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in