Bihar Polls 25: ভোটে দাঁড়াবেন না, নীতিশ কুমার ক্ষমতায় ফিরছে না - জানালেন প্রশান্ত কিশোর
আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা ও ভোটকুশলী প্রশান্ত কিশোর। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রশান্ত কিশোর স্বয়ং। ওই সাক্ষাৎকারেই তিনি আরও জানিয়েছেন, ভোটে না দাঁড়িয়ে তিনি সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান। প্রশান্ত কিশোরের এই ঘোষণায় বিহারের রাজনীতিতে তাঁকে ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান হল। রাজনৈতিক মহলের অনুমান ছিল তিনি আসন্ন নির্বাচনে তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকালই রাঘোপুর কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন পিকে। এই আসন থেকেই আসন্ন নির্বাচনে আরজেডি-র তেজস্বী যাদবের প্রতিদ্বন্দ্বিতা করার কথা। আরজেডি-র ঘাঁটি হিসেবেই পরিচিত রাঘোপুর। জন সূরজের এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছিল প্রশান্ত কিশোর তাহলে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিন যে সম্ভাবনায় জল ঢেলেছেন প্রশান্ত কিশোর নিজেই।
পিকে জানিয়েছেন, দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে নির্বাচনে সাংগঠনিক কাজে যুক্ত থাকতে হবে। আমরা দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করি সেক্ষেত্রে আমি আমার নির্ধারিত সাংগঠনিক কাজ ঠিকমত করতে পারবো না।
সংবাদসংস্থাকে দেওয়া ওই সাক্ষাৎকারে পিকে আরও জানিয়েছেন, নির্বাচনে ১৫০-র কম আসন পেলে তাকে পরাজয় হিসেবেই দেখবে জন সূরজ পার্টি। হয় জন সূরজ পার্টি ১০-এর কম আসনে জয়ী হবে অথবা ১৫০-এর বেশি আসনে জয়ী হবে। এর আগে প্রশান্ত কিশোর সাংবাদিকদের জানিয়েছিলেন, জন সূরজ পার্টি হয় ফার্স্ট অথবা লাস্ট – এই দুটোর কোনও একটা হবে এবারের নির্বাচনে। মাঝামাঝি কোনও কিছু নেই। যদি জন সূরজ পার্টি এবারের নির্বাচনে জয়ী হতে পারে জাতীয় রাজনীতিতে তার প্রভাব পড়বে। জাতীয় রাজনীতি ভিন্ন পথে পরিচালিত হবে।
চাঞ্চল্যকরভাবে এদিন পিকে দাবি করেছেন, এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জেডিইউ-র পক্ষে ২৫-এর বেশি আসনে জেতা সম্ভব হবে না। এই আসন পেতেও তাদের অনেক লড়াই করতে হবে। তিনি স্পষ্টই জানিয়েছেন, এবারের নির্বাচনে নীতিশ কুমার বা এনডিএ-র ফেরার কোনও সম্ভাবনা নেই।
গত বিধানসভা নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, গতবার একা চিরাগ পাসোয়ান নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থী দাঁড় করিয়ে জেডিইউ-কে ৪৩ আসনে আটকে দিয়েছিল। তাই এবার জেডিইউ-এর সঙ্গে কী হতে চলেছে তা বোঝার জন্য সেফোলজিস্ট হবার দরকার নেই।
তবে এনডিএ সম্পর্কে নিরাশাজনক মন্তব্য করলেও বিরোধী মহাজোট সম্পর্কেও একই ধরণের মন্তব্য করেছেন পিকে। তাঁর মতে, ইন্ডিয়া মঞ্চও খুব ভালো অবস্থায় নেই। আরজেডি এবং কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব কখনও মিটবে না। এছাড়াও মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি কাদের পক্ষে আছে তা এখনও কেউ জানেনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন