Bihar Polls 25: 'ডু অর ডাই' - ভোটে বেশি আসনের দাবিতে এনডিএ শিবিরের ওপর চাপ বাড়াচ্ছেন জিতন রাম মাঝি

People's Reporter: গতকাল মাঝি সাংবাদিকদের বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের দল নিবন্ধীকৃত হলেও আমাকে শুনতে হচ্ছে আমাদের দল “স্বীকৃত রাজনৈতিক দল”-এর মধ্যে পড়ে না। যা মেনে নেওয়া আমার পক্ষে খুবই বেদনাদায়ক।
গয়ায় দলীয় কর্মী সমাবেশে জিতন রাম মাঝি
গয়ায় দলীয় কর্মী সমাবেশে জিতন রাম মাঝি ছবি - জিতন রাম মাঝির এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

আসন্ন বিহার বিধানসভা নির্বাচন হিন্দুস্তান আওয়াম মোর্চার (HAM) জন্য “ডু অর ডাই”। রবিবার একথা জানিয়েছেন হ্যাম প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি (Jitan Ram Manjhi)। এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, দলের হারানো তকমা ফিরে পেতে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে হয় তাঁর দলকে কমপক্ষে ৮টি আসনে জয়ী হতে হবে অথবা কমপক্ষে ৬ শতাংশ ভোট পেতে হবে।

প্রসঙ্গত, নিজের দলের “স্বীকৃত রাজনৈতিক দল”-এর তকমা পেতে মরিয়া হ্যাম প্রতিষ্ঠাতা জিতন রাম মাঝি। এদিন তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের দল নিবন্ধীকৃত হলেও আমাকে শুনতে হচ্ছে আমাদের দল “স্বীকৃত রাজনৈতিক দল”-এর মধ্যে পড়ে না। যা মেনে নেওয়া আমার পক্ষে খুবই বেদনাদায়ক।

রবিবার নিজের লোকসভা কেন্দ্র গয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাঝি বলেন, “স্বীকৃত রাজনৈতিক দলের তকমা পেতে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আমার দলকে কমপক্ষে ৮টি আসন পেতে হবে, অথবা ৬ শতাংশ ভোট পেতে হবে। দুটি পদ্ধতিতে এটি হতে পারে। যাতে এনডিএ শরিক হিসেবে কমপক্ষে ১৫টি আসনে আমাদের লড়তে হবে, যাতে আমরা কমপক্ষে ৮টি আসনে জয়ী হতে পারি। অথবা আমাদের নিজেদেরই ৫০ থেকে ১০০ আসনে প্রার্থী দাঁড় করাতে হবে। সেক্ষেত্রে আমরা ৬ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো।”

যদিও বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনডিএ আদৌ জিতন রাম মাঝির হ্যামকে ১৫ আসন ছাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কারণ গত ২০২০ বিধানসভা নির্বাচনে হ্যাম ৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি আসনে জয়ী হয় এবং তাদের প্রাপ্ত ভোট ছিল ০.৮৯ শতাংশ। ২০২৪ লোকসভা নির্বাচনে এনডিএ শরিক হিসেবে ১ আসন ভাগে পায় হ্যাম এবং সেই আসনে জয়ী হন জিতন রাম মাঝি। তাঁর প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল ১.১৪%। গয়া কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন ১ লক্ষ ১ হাজার ৮১২ ভোটে। ফলত এত আসন আদৌ তাঁর দলকে ছাড়া হবে কিনা তা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তাৎপর্যপূর্ণভাবে দিন কয়েক আগেই দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মাঝি জানিয়েছিলেন, প্রয়োজন হলে হ্যাম ২৪৩ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদিও পরে তিনি সেই দাবি থেকে সরে আসেন এবং বলেন সমর্থকদের উৎসাহ দেবার জন্যই তিনি ওই কথা বলেছিলেন।

২০১৫ সালে নীতিশ কুমারের সঙ্গে মতবিরোধের জেরে জেডিইউ থেকে বেরিয়ে নিজের দল গঠন করেন জিতন রাম মাঝি। ওই সময় মাঝিকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগে বাধ্য করেছিলেন নীতিশ কুমার।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে দর কষাকষি করে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে জিতন রাম মাঝি এই ধরণের মন্তব্য করছেন। কারণ গত বিধানসভা নির্বাচনে এনডিএ শিবিরে চিরাগ পাসোয়ানের এলজেপি(রামবিলাস) ছিলো না। এবার এনডিএ শিবিরে এলজেপি(আরভি) যুক্ত হয়েছে। যারা আগেভাবেই বেশি সংখ্যক আসনের দাবি জানিয়ে রেখেছে এবং যে দলের বর্তমান সাংসদ সংখ্যা ৫। ফলত সরল সমীকরণে যাদের প্রাপ্য কমপক্ষে ৩৫ আসন। এখন আসন ভাগাভাগির সময় এনডিএ শিবির ভুক্ত কোন রাজনৈতিক দলের ভাগে কত আসন জোটে সেটাই এখন দেখার।

গয়ায় দলীয় কর্মী সমাবেশে জিতন রাম মাঝি
Bihar Polls: বেশি আসনের দাবি চিরাগ পাসোয়ানের - বিহারে ভোটের মুখে জোট নিয়ে চিন্তায় বিজেপি
গয়ায় দলীয় কর্মী সমাবেশে জিতন রাম মাঝি
Bihar SIR: বাদ পড়া ৬৫ লক্ষ নাম প্রকাশ করতে হবে! আধারে মান্যতা - সুপ্রিম নির্দেশে জয় দেখছে বিরোধীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in