* বিহার বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বৈঠক।
* ইন্ডিয়া মঞ্চের হয়েই বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস।
* প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি যোগ দিচ্ছে না ইন্ডিয়া মঞ্চে।
আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পর একথা জানানো হয়েছে। এই বৈঠকে দলের সভাপতি মল্লিকাঅর্জুন খাড়গে ছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বিহারের কংগ্রেস নেতা রাজেশ কুমার সহ অন্যান্য নেতৃত্ব।
গতকালের বৈঠকের পর বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার বলেন, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ইন্ডিয়া মঞ্চের মধ্যে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের একমাত্র লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা এবং সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েই লড়াই করবো।
বিহার বিধানসভা নির্বাচনে আসন বন্টন প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে কুমার জানান, আসন সমঝোতার বিষয় নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। সময় এলে সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দুই দলের নেতৃত্ব আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন হবার কথা। ইতিমধ্যেই এই নির্বাচন ঘিরে তৎপর রাজনৈতিক মহল। আরজেডি-র পক্ষ থেকে তেজস্বী যাদবকে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে প্রচারও শুরু হয়েছে। যদিও কংগ্রেস জানিয়েছে, ইন্ডিয়া মঞ্চের দলগুলির মধ্যে আলাপ আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
ইন্ডিয়া মঞ্চে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দলের অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা কৃষ্ণা আলাভারু জানান, এই বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
যদিও জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর গতকাল এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার দল ইন্ডিয়া মঞ্চে যোগ দেবে না। প্রশান্ত কিশোর সাংবাদিকদের বলেন, আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে আমাদের দল বিহারে ২৪৩টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা বিহারের জনগণের সাথে জোট গঠন করেছি। আমরা পরিবর্তন চাই এবং বিহারকে উন্নয়নের পথে ফিরিয়ে আনতে চাই।
ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল ২৫ মার্চ এই বিষয়ে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন